আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 88, আল গাশিয়া (আচ্ছন্নকারী) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 88, আল গাশিয়া (আচ্ছন্নকারী)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৬, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১৬পরকালে প্রত্যাখ্যানকারীদের দুরবস্থা এবং মুমিনদের সুখ ও আনন্দের বিবরণ।
১৭-২৬আল্লাহর সৃষ্টি কৌশল। নবীর দায়িত্ব উপদেশ দিয়ে যাওয়া, বলপূর্বক ইসলামে প্রবেশ করানো নয়।
88-1 : তোমার কাছে কি আচ্ছন্নকারী (কিয়ামত) দিবসের খবর পৌঁছেছে?
88-2 : সেদিন অনেক চেহারা হবে ভীত - নত অপমানিত,
88-3 : শ্রম - ক্লান্ত।
88-4 : তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
88-5 : তাদের পান করানো হবে তাপ - দাহে ফুটন্ত ঝর্ণার পানি।
88-6 : তাদের জন্যে সেখানে বিষাক্ত কাঁটাদার শুকনো ঘাস - গুল্ম ছাড়া থাকবেনা আর কোনো খাদ্য,
88-7 : যা তাদের পুষ্টিও যোগাবেনা, ক্ষুধাও মেটাবেনা।
88-8 : (অপরপক্ষে) সেদিন অনেকের মুখমন্ডল হবে আনন্দে উজ্জ্বল।
88-9 : সেদিন তারা খুশি হবে তাদের (দুনিয়ার জীবনের) প্রচেষ্টার জন্যে।
88-10 : তারা থাকবে অতি উন্নত জান্নাতে।
88-11 : সেখানে তারা শুনবেনা কোনো ক্ষতিকর ও বাজে কথা।
88-12 : সেখানে থাকবে ঝর্ণা বহমান,
88-13 : থাকবে অতি উন্নত শয্যা,
88-14 : হাতের কাছেই রাখা হবে পানপাত্র সমূহ,
88-15 : সাজানো থাকবে সারি সারি (নরম) বিছানা,
88-16 : (সর্বত্র) বিছানো থাকবে উন্নত গালিচা।
88-17 : তারা কি নজর করে দেখতে পারছেনা উটের দিকে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তাকে?
88-18 : এবং আসমানের দিকে, কিভাবে উপরে উঠিয়ে রাখা হয়েছে তাকে?
88-19 : আর পর্বতমালার দিকে, কিভাবে গেড়ে রাখা হয়েছে তাকে?
88-20 : এবং পৃথিবীর দিকে, কিভাবে বিছিয়ে দেয়া হয়েছে তাকে?
88-21 : অতএব, তুমি তাদের উপদেশ দিয়ে যাও। কারণ, তুমি তো কেবল একজন উপদেশদাতাই।
88-22 : তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
88-23 : তবে যে (তোমার উপদেশ মেনে নেয়ার পরিবর্তে) মুখ ফিরিয়ে নেবে এবং অবলম্বন করবে কুফুরির পথ,
88-24 : আল্লাহ তাকে আযাব দেবেন, গুরুতর আযাব।
88-25 : আমার কাছেই হবে তাদের প্রত্যাবর্তন।
88-26 : তারপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আমারই।