আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 93, আদ দোহা (পূর্বাহ্ন) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 93, আদ দোহা (পূর্বাহ্ন)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১১, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১১রসূল সা.-এর জন্যে সুসংবাদ এবং তাঁর প্রতি কতিপয় নির্দেশ।
93-1 : শপথ আলোকময় দিনের (বা পূর্বাহ্নের)।
93-2 : শপথ রাতের যখন সে অন্ধকারের ছায়া বিস্তার করে নিস্তব্ধ হয়ে পড়ে।
93-3 : তোমার প্রভু তোমাকে বিদায় (ত্যাগ) করেননি এবং অসন্তুষ্টও হননি (তোমার প্রতি)।
93-4 : আর নিশ্চয়ই আখিরাত (শেষকাল) তোমার জন্যে উত্তম প্রথম কাল থেকে।
93-5 : শীঘ্রি তোমার প্রভু তোমাকে দান করবেন (বিপুল কল্যাণ), তাতে সন্তুষ্ট হয়ে যাবে তুমি।
93-6 : তিনি কি তোমাকে এতিম পাননি, আর আশ্রয় দেননি?
93-7 : তিনি কি তোমাকে (ঈমান এবং কিতাব) সম্পর্কে অনবহিত পাননি , অতপর সঠিক পথ দেখাননি?
93-8 : তিনি কি তোমাকে পাননি দরিদ্র, তারপর দান করেননি প্রাচুর্য?
93-9 : তাই, তুমি কঠোর আচরণ করোনা এতিমদের প্রতি,
93-10 : এবং ভৎর্সনা করোনা ভিক্ষুককে।
93-11 : আর তোমার প্রভুর নিয়ামতের (নবুয়্যত, ঈমান এবং কিতাবের) কথা প্রচার ও প্রকাশ করতে থাকো।