আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 95, আত তীন - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 95, আত তীন



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৮, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৮মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। তার কর্মফলে সে হয়ে যায় সর্ব নিকৃষ্ট, তবে মুমিনরা নয়।
95-1 : শপথ তীন এবং যয়তুনের।
95-2 : শপথ সিনাই পর্বতের।
95-3 : এবং শপথ এই নিরাপদ (মক্কা) নগরীর।
95-4 : নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠন - প্রকৃতিতে।
95-5 : তারপর তাকে আমরা পৌঁছে দিই নিচুদের চাইতেও নিচুতে।
95-6 : তবে তাদের নয়, যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে। তাদের জন্যে তো রয়েছে এমন পুরস্কার, যা শেষ হবেনা কখনো।
95-7 : এর পরেও (হে অবিশ্বাসী!) কোন্ জিনিস তোমাকে অবিশ্বাসী বানায় (আখিরাতের) প্রতিদান সম্পর্কে?
95-8 : আল্লাহ কি সব বিচারকের বড় বিচারক নন?