আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 100, আল আদিয়াত (যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 100, আল আদিয়াত (যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১১, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১১মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, অথচ তাকে পুনরুত্থিত হতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে।
100-1 : শপথ (সেই সব ঘোড়ার) যারা দৌড়ায় উর্ধ্বশ্বাসে,
100-2 : আর (ক্ষুরার আঘাতে) ঝরায় আগুনের ফুলকি,
100-3 : এবং আক্রমণ চালায় একেবারে ভোর - সকালে,
100-4 : এসময় ধূলায় ধুসরিত করে বাতাস,
100-5 : এবং এমনি করে তারা ঢুকে পড়ে কোনো (শত্রু) জনবসতির মাঝে।
100-6 : নিশ্চয়ই (অবিশ্বাসী) মানুষ অকৃতজ্ঞ তার প্রভুর প্রতি,
100-7 : এবং সে নিজেই এর (তার এ অকৃতজ্ঞতার) সাক্ষী।
100-8 : আর সম্পদের মোহে সে প্রচন্ড (উগ্র)।
100-9 : সে কি জানেনা, কবরে যা কিছু (দাফন করা) আছে সবই বের করে আনা হবে?
100-10 : এবং মানুষের অন্তরে যা কিছু আছে সেসবও প্রকাশ করে দেয়া হবে?
100-11 : অবশ্যি সেদিন তাদের রব তাদের বিষয়ে থাকবেন সম্যক অবহিত।