আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 101, আল কারিয়া (প্রচন্ড দুর্ঘটনা) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 101, আল কারিয়া (প্রচন্ড দুর্ঘটনা)



মক্কায় অবতীর্ণ , আয়াত সংখ্যা: ১১, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১১কিয়ামতের দৃশ্য। হিসাব এবং হিসাবের ভিত্তিতে মানুষের পরিণতি।
101-1 : প্রচন্ড দুর্ঘটনা!
101-2 : কী সেই প্রচন্ড দুর্ঘটনা!
101-3 : তুমি কিভাবে জানবে, কী সেই প্রচন্ড দুর্ঘটনা!
101-4 : (এটা হলো সেইদিনের ঘটনা) যেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতংগের মতো,
101-5 : আর পাহাড় - পর্বতের অবস্থা হবে ধূনা রংগীন পশমের মতো।
101-6 : সেদিন যার (ভালো কাজের) পাল্লা হবে ভারি,
101-7 : সে থাকবে সুখ - সম্ভোগ আর আনন্দের জীবনে।
101-8 : কিন্তু যার (ভালো কাজের) পাল্লা হবে হালকা,
101-9 : তার মা হবে হাবিয়া ।
101-10 : তুমি কি জানো, সেটা (হাবিয়া) কী?
101-11 : সেটা হলো জ্বলন্ত আগুন।