আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 103, আল আসর (সময়) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 103, আল আসর (সময়)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৩মানুষের ধ্বংস থেকে রক্ষা পাওয়ার উপায়।
103-1 : সময়ের শপথ।
103-2 : অবশ্যি মানুষ রয়েছে নিশ্চিত ক্ষতির মধ্যে।
103-3 : তবে তারা নয়, যারা ঈমান আনে, আমলে সালেহ্ করে, একে অপরকে সত্যের প্রতি অসিয়ত করে (উপদেশ দেয়) এবং (সত্যের উপর) ধৈর্যের সাথে অটল থাকার অসিয়ত করে।