আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 105, আল ফীল (হাতী) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 105, আল ফীল (হাতী)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৫, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৫"আল্লাহ্ কর্তৃক আল্লাহ্দ্রোহীদের পাকড়াও করার ঐতিহাসিক উদাহরণ।"
105-1 : তুমি কি দেখোনি (হে মুহাম্মদ!) তোমার প্রভু হাতীওয়ালা বাহিনীর সাথে কী আচরণ করেছেন?
105-2 : তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
105-3 : তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
105-4 : তারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল।
105-5 : এভাবে তিনি তাদের করে দিয়েছিলেন চিবানো ভূষির মতো।