আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 107, আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 107, আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৭, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৭প্রতিদান দিবসকে অস্বীকারকারীদের মন্দ বৈশিষ্ট্যসমূহ ও মন্দ পরিণতি।
107-1 : তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
107-2 : এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
107-3 : এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
107-4 : সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
107-5 : যারা গাফলতি করে তাদের সালাতে,
107-6 : যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
107-7 : এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।