আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 111, আল লাহাব (অগ্নিশিখা) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 111, আল লাহাব (অগ্নিশিখা)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ০৫, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৫নবীর নিকৃষ্ট শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর চরম মন্দ পরিণতি।
111-1 : ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে।
111-2 : তার ধন - সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজেই আসলোনা।
111-3 : অচিরেই তাকে পোড়ানো হবে আগুনের লেলিহান শিখায়।
111-4 : এবং তার স্ত্রীকেও (পোড়ানো হবে), যে (নবীকে কষ্ট দেয়ার জন্যে) ঘাড়ে করে কাঠ কেটে এনে (নবীর পথে ফেলে রাখে)।
111-5 : (সেদিন) তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশি।