আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন, Chapter: 77, আল মুরসালাত - Aajan.com

Go Back
Book Id: 10040

আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন

Chapter: 77, আল মুরসালাত

77-1 : শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,
77-2 : আর প্রলয়ঙ্করী ঝটিকার,
77-3 : শপথ সঞ্চালনকারী বায়ুর,
77-4 : আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,
77-5 : এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -
77-6 : ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।
77-7 : নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।
77-8 : যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,
77-9 : যখন আকাশ বিদীর্ণ হইবে
77-10 : এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে
77-11 : এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,
77-12 : এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?
77-13 : বিচার দিবসের জন্য।
77-14 : বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?
77-15 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-16 : আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?
77-17 : অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।
77-18 : অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
77-19 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-20 : আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?
77-21 : অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,
77-22 : এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
77-23 : অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!
77-24 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-25 : আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,
77-26 : জীবিত ও মৃতের জন্য?
77-27 : আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।
77-28 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-29 : তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।
77-30 : চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,
77-31 : যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,
77-32 : ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,
77-33 : উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,
77-34 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-35 : ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,
77-36 : এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।
77-37 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-38 : ‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’
77-39 : তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
77-40 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-41 : অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,
77-42 : তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
77-43 : ‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’
77-44 : এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
77-45 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-46 : তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।
77-47 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-48 : যখন উহাদেরকে বলা হয়, ‘আল্লাহ্‌র প্রতি নত হও’ উহারা নত হয় না।
77-49 : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
77-50 : সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?