আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন, Chapter: 87, আল আ’লা - Aajan.com

Go Back
Book Id: 10040

আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন

Chapter: 87, আল আ’লা

87-1 : তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
87-2 : যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
87-3 : এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
87-4 : এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
87-5 : পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
87-6 : নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
87-7 : আল্লাহ্‌ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
87-8 : আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
87-9 : উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
87-10 : যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
87-11 : আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
87-12 : যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
87-13 : অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
87-14 : নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
87-15 : এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
87-16 : কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
87-17 : অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
87-18 : ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
87-19 : ইব্‌রাহীম ও মূসার গ্রন্থে।