আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন, Chapter: 104, আল হুমাযাহ - Aajan.com

Go Back
Book Id: 10040

আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন

Chapter: 104, আল হুমাযাহ

104-1 : দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,
104-2 : যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে;
104-3 : সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে;
104-4 : কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়;
104-5 : তুমি কি জান হুতামা কী?
104-6 : ইহা আল্লাহ্‌র প্রজ্জ্বলিত হুতাশন।
104-7 : যাহা হৃদয়কে গ্রাস করিবে;
104-8 : নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে
104-9 : দীর্ঘায়িত স্তম্ভসমূহে।