আল কুরআন: বাংলা অনুবাদ, মুহিউদ্দীন খান, Chapter: 77, আল মুরসালাত - Aajan.com

Go Back
Book Id: 10050

আল কুরআন: বাংলা অনুবাদ, মুহিউদ্দীন খান

Chapter: 77, আল মুরসালাত

77-1 : কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
77-2 : সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
77-3 : মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
77-4 : মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
77-5 : ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ -
77-6 : ওযর - আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
77-7 : নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
77-8 : অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
77-9 : যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
77-10 : যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
77-11 : যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
77-12 : এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
77-13 : বিচার দিবসের জন্য।
77-14 : আপনি জানেন বিচার দিবস কি?
77-15 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-16 : আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
77-17 : অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
77-18 : অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
77-19 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-20 : আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
77-21 : অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
77-22 : এক নির্দিষ্টকাল পর্যন্ত,
77-23 : অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
77-24 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-25 : আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
77-26 : জীবিত ও মৃতদেরকে?
77-27 : আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
77-28 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-29 : চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
77-30 : চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
77-31 : যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
77-32 : এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
77-33 : যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
77-34 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-35 : এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
77-36 : এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
77-37 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-38 : এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
77-39 : অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
77-40 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-41 : নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে -
77-42 : এবং তাদের বাঞ্ছিত ফল - মূলের মধ্যে।
77-43 : বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
77-44 : এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
77-45 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-46 : কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
77-47 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-48 : যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
77-49 : সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
77-50 : এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?