আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক, Chapter: 86, আল তারিক্ - Aajan.com

Go Back
Book Id: 10060

আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক

Chapter: 86, আল তারিক্

86-1 : ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!
86-2 : আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?
86-3 : একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।
86-4 : প্রত্যেক সার পক্ষেই - - তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
86-5 : সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
86-6 : তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে - স্খলিত পানি থেকে, - -
86-7 : যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।
86-8 : নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।
86-9 : সেইদিন লুকোনো সব - কিছুকে প্রকাশ করা হবে;
86-10 : তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।
86-11 : ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা,
86-12 : আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।
86-13 : নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,
86-14 : আর এটি কোনো তামাশার জিনিস নয়।
86-15 : নিঃসন্দেহ তারা চাল চালছে,
86-16 : আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।
86-17 : অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।