আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক, Chapter: 91, আল শামস - Aajan.com

Go Back
Book Id: 10060

আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক

Chapter: 91, আল শামস

91-1 : ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
91-2 : আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
91-3 : আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
91-4 : আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
91-5 : ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
91-6 : আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
91-7 : আর মানবা‌ত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
91-8 : তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
91-9 : সে - ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
91-10 : আর সে - ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
91-11 : ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
91-12 : যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, - -
91-13 : তখন আল্লাহ্‌র রসূল তাদের বলেছিলেন - - ''আল্লাহ্‌র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
91-14 : কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
91-15 : আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।