আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক, Chapter: 96, আল আলাক - Aajan.com

Go Back
Book Id: 10060

আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক

Chapter: 96, আল আলাক

96-1 : তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, - -
96-2 : সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।
96-3 : পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত - -
96-4 : যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,
96-5 : শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।
96-6 : বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।
96-7 : কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।
96-8 : নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।
96-9 : তুমি কি তাকে দেখেছ যে বারণ করে - -
96-10 : একজন বান্দাকে যখন সে নামায পড়ে?
96-11 : তুমি কি লক্ষ্য করেছ - - সে সৎপথে রয়েছে কি না,
96-12 : অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?
96-13 : তুমি কি দেখেছ - - সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?
96-14 : সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন?
96-15 : না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা - -
96-16 : মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!
96-17 : তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,
96-18 : আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।
96-19 : না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।