আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ, Chapter: 1, আল ফাতিহা (সূচনা) - Aajan.com

Go Back
Book Id: 10070

আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ

Chapter: 1, আল ফাতিহা (সূচনা)

কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মাদের (সঃ) বয়স ৪০ বছর। দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। [tex]S = \int\biggl(\frac{1}{2}mv^2 - mgy\biggr)\mathrm{d}t[/tex]
1-1 : শুরু করছি পরম দানশীল, পরম ক্ষমাশীল আল্লাহ এর নামে।
সন্দেহাতীতভাবে এটিই পবিত্র কুরআনের প্রথম আয়াত। সূরা তওবা ছাড়া প্রতি সূরার শুরুতে এটি ১১৩ বার এবং সূরা নমলে এটি ২ বার, এভাবে মোট ১১৪ বার এসেছে।
1-2 : সর্বময় প্রশংসা আল্লাহর, সৃষ্টি জগত সমুহের পালনকর্তা।
1-3 : পরম দানশীল, পরম ক্ষমাশীল।
1-4 : কর্মফল দিনের মালিক।
1-5 : আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই।
1-6 : পরিচালিত করুন সরল পথে।
1-7 : তাদের পথে যাদেরকে অনুগ্রহ করেছেন, তাদের পথ নহে যাহারা ক্রোধ - নিপতিত ও পথভ্রষ্ট।