আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ, Chapter: 78, আল নাবাহ (মহাসংবাদ) - Aajan.com

Go Back
Book Id: 10070

আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ

Chapter: 78, আল নাবাহ (মহাসংবাদ)

78-1 : উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?
78-2 : সেই মহাসংবাদ বিষয়ে,
78-3 : যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।
78-4 : কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;
78-5 : আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।
78-6 : আমি কি করি নাই ভূমিকে শয্যা
78-7 : ও পর্বতসমূহকে কীলক?
78-8 : আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
78-9 : তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,
78-10 : করিয়াছি রাত্রিকে আবরণ,
78-11 : এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,
78-12 : আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
78-13 : এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।
78-14 : এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,
78-15 : যাহাতে তদ্দারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
78-16 : ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
78-17 : নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
78-18 : সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
78-19 : আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
78-20 : এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
78-21 : নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
78-22 : সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
78-23 : সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
78-24 : সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
78-25 : ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
78-26 : ইহাই উপযুক্ত প্রতিফল।
78-27 : উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
78-28 : এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
78-29 : সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
78-30 : অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
78-31 : মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
78-32 : উদ্যান, দ্রাক্ষা,
78-33 : সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
78-34 : এবং পূর্ণ পানপাত্র।
78-35 : সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
78-36 : ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
78-37 : যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।
78-38 : সেই দিন রূহ্ ও ফিরিশ্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
78-39 : এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।
78-40 : আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তিসম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’