আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ, Chapter: 79, আল নাজআ’ত (যারা টেনে বের করে) - Aajan.com

Go Back
Book Id: 10070

আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ

Chapter: 79, আল নাজআ’ত (যারা টেনে বের করে)

79-1 : শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,
79-2 : এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়
79-3 : এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,
79-4 : আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,
79-5 : অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।
79-6 : সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,
79-7 : উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,
79-8 : কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
79-9 : উহাদের দৃষ্টি ভীতি - বিহ্বলতায় নত হইবে।
79-10 : তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই -
79-11 : গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?’
79-12 : তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।’
79-13 : ইহা তো কেবল এক বিকট আওয়াজ,
79-14 : তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।
79-15 : তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি?
79-16 : যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া - য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,
79-17 : ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,’
79-18 : এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও -
79-19 : ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর?’
79-20 : অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।
79-21 : কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।
79-22 : অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।
79-23 : সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,
79-24 : আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’
79-25 : অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।
79-26 : যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।
79-27 : তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;
79-28 : তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।
79-29 : আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;
79-30 : এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।
79-31 : তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,
79-32 : এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;
79-33 : এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
79-34 : অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে
79-35 : মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,
79-36 : এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।
79-37 : অনন্তর যে সীমালংঘন করে
79-38 : এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
79-39 : জাহান্নামই হইবে তাহার আবাস।
79-40 : পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,
79-41 : জান্নাতই হইবে তাহার আবাস।
79-42 : উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে?’
79-43 : ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক?
79-44 : ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
79-45 : যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।
79-46 : যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!