আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ, Chapter: 85, আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র) - Aajan.com

Go Back
Book Id: 10070

আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ

Chapter: 85, আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)

85-1 : শপথ বুরূজবিশিষ্ট আকাশের,
85-2 : এবং প্রতিশ্রুতি দিবসের,
85-3 : শপথ দ্রষ্টা ও দৃষ্টের
85-4 : ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা
85-5 : ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,
85-6 : যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;
85-7 : এবং উহারা মু’মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
85-8 : উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহ -
85-9 : আকাশ মন্ডলী,ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
85-10 : যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
85-11 : অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
85-12 : তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।
85-13 : তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
85-14 : এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
85-15 : আরশেরঅধিকারী ও সম্মানিত।
85-16 : তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।
85-17 : তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত -
85-18 : ফির‘আওন ও সামূদের?
85-19 : তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
85-20 : এবং আল্লাহ তাদরেকে চর্তুদকি থাকলে পরবিষ্টেন করে রখেছেনে।
85-21 : বস্তুত ইহা সম্মানিত কুরআন,
85-22 : সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।