Al Quran - Aajan.com

Search Text From Al Quran

English Bangla Typeing Tool Words Match
  
Al-Quran Arabic Original
Al-Quran Arabic w/ Phonetic Indications
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন
আল কুরআন: বাংলা অনুবাদ, মুহিউদ্দীন খান
আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক
আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ
Al-Quran English Tran. Saheeh International
Al-Quran English Tran. Yousuf Ali
Al-Quran English Tran. Pickthal
Al-Quran English Tran. Shakir
Al-Quran English Transliteration
Chapter No   Content No   

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম



বিসমিল্লাহির রাহমানির রাহিম

আরবী ও বাংলা ভাষায় উচ্চমানের জ্ঞানের অধিকারী মাওলানা আবদুস শহীদ নাসিম। বাংলা ভাষায় এ পর্যন্ত প্রাপ্ত পবিত্র কোরআনের অনুবাদগুলোর মধ্যে অর্থের সূক্ষ্মতার দিক থেকে এটিই সেরা।

ফেরদৌস আজম খান
April 2017


বিসমিল্লাহির রাহমানির রাহিম

অনুবাদকের আরয

আলহামদু লিল্লাহ, মহান রাববুল আলামিন আল্লাহ পাককে জানাই অজুত শোকরিয়া, যিনি মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির উদ্দেশ্যে কিতাব ও রসূল পাঠিয়েছেন। যিনি তাঁর এ বিনত বান্দাকে তাঁর অনুপম মুজিযা মহাকল্যাণময় বাণী আল কুরআনের সহজ বাংলা অনুবাদ সম্পন্ন করার তৌফিক দান করেছেন।

সালাত ও সালাম মুহাম্মদ রসূলুল্লাহর প্রতি, যিনি প্রাণান্তকর সাধনা ও চেষ্টা-সংগ্রামের মাধ্যমে মানব সমাজের সামনে আল কুরআন পেশ করেছেন, এ কিতাব তাদের বুঝিয়ে দিয়েছেন, এর মাধ্যমে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন এবং আল্লাহ পাকের সাহায্যে তাঁর এই বাণী ও বিধানকে প্রবর্তিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।

আমরা স্বয়ং আল কুরআন পাঠ করে জানতে পেরেছি, আল্লাহ পাক মানুষের প্রতি তাঁর এই মহাকল্যাণময় কিতাব নাযিল করেছেন এটি পড়ার ও বুঝার জন্যে, জানার ও মানার জন্যে, অনুধাবন ও অনুসরণ করার জন্যে এবং এর ভিত্তিতে মানব সমাজকে আলোকিত ও বিকশিত করার জন্যে।

এই চেতনাই আমার মধ্যে বাংলাভাষীদের কাছে তাদের যবানে আল কুরআনের মর্মবার্তা পেশ করার অদম্য আকাংখা জাগ্রত করে। তাই লেখনীর মাধ্যমে ও মৌখিকভাবে কুরআনের মর্মবাণী প্রচারের সাথে সাথে বাংলা ভাষায় আল কুরআনের অনুবাদ এবং সংক্ষিপ্ত তফসির করারও সংকল্প করি। প্রথমেই আল কুরআনের একটি সহজ বাংলা অনুবাদ উপস্থাপনের এরাদা করি এবং আল্লাহ আমাকে সময়েরও ব্যবস্থা করে দেন।

অন্যান্য চিন্তা থেকে মুক্ত হয়ে এক মনে এক ধ্যানে কুরআন মজিদের অনুবাদ করার সুযোগ পেয়ে যাই। প্রতিটি সূরার আয়াত ভিত্তিক আলোচ্যসূচিও তৈরি করে ফেলি। কুরআন মজিদের একটি সংক্ষিপ্ত বিষয় নির্দেশিকাও তৈরি করি এবং তৈরি করি বাংলায় প্রচলিত কুরআনের একটি পরিভাষা কোষ। এগুলো সবই কুরআনের এই অনুবাদ গ্রন্থে সংযুক্ত হয়েছে। আশা করি কুরআন মজিদ বুঝার ক্ষেত্রে এগুলো সাহায্যকারী হবে।

এই অনুবাদটির বৈশিষ্ট্য

কুরআন মজিদের বেশ কিছু অনুবাদ বাংলা ভাষায় রয়েছে। তবে আমরা আশা করি আমাদের এই অনুবাদটি বাংলা ভাষায় কুরআনের অনুবাদের ক্ষেত্রে একটি নতুন ধরনের সংযোজন। এই অনুবাদটির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হলো :

1. এই অনুবাদটি করা হয়েছে যারা কুরআন বুঝতে চান বিশেষভাবে তাদের জন্যে, তাদের প্রয়োজনকে সামনে রেখে।
2. ‘জানার জন্যে কুরআন পড়ুন, মানার জন্যে কুরআন পড়ুন’ এই শ্লোগানটিকে সামনে রেখেই করা হয়েছে এই অনুবাদ।
3. অনুবাদে অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশুদ্ধ তফসির গ্রন্থসমূহের অনুসরণ করা হয়েছে।
4. অনুবাদে সহজ, সরল ও প্রাঞ্জল (lucid) বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে।
5. অনুবাদে আধুনিক বাংলা বানানরীতি ব্যবহার করা হয়েছে এবং ভাষা সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
6. কুরআনের যেসব শব্দ ও পরিভাষা বাংলা ভাষায় চালু আছে, সেগুলোর অনুবাদ না করে সেগুলো হুবহু ব্যবহার করা হয়েছে। যেমন : ঈমান, অহি, সালাত, যাকাত, যিকির, দোয়া, আমল, এলেম, ইবাদত, ইত্তেবা, কওম, উম্মত ইত্যাদি।
7. তবে, বাংলা ভাষায় চালু থাকা যেসব আরবি শব্দ কম প্রচলিত, ব্রেকেটে সেগুলোর অর্থ লিখে দেয়া হয়েছে।
8. একান্ত জরুরি মনে করায় কোথাও কোথাও দুয়েকটি টীকা দেয়া হয়েছে।
9. প্রতিটি সূরার শুরুতে সেই সূরার আয়াত ভিত্তিক আলোচ্য বিষয় উল্লেখ করা হয়েছে। ফলে সূরাটি পড়তে শুরু করার আগেই পাঠক জেনে নিতে পারবেন সূরাটিতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং কোন্ আয়াত থেকে কোন্ আয়াত পর্যন্ত কী বিষয়ে আলোচনা হয়েছে?
10. বাংলা ভাষায় প্রচলিত কুরআনের গুরুত্বপূর্ণ পরিভাষাগুলোর অর্থ ও মর্মার্থ উল্লেখ করে একটি পরিভাষা কোষ দেয়া হয়েছে। আশা করি কুরআন বুঝার ক্ষেত্রে এটা পাঠকদের জন্যে দারুণ সুবিধাজনক হবে।
11. কুরআনের একটি সংক্ষিপ্ত বিষয় নির্দেশিকাও দেয়া হয়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাছাই করে নিয়ে সেগুলো কুরআনের কোন্ কোন্ সূরার কোন্ কোন্ আয়াতে আলোচিত হয়েছে তা উল্লেখ করা হয়েছে।
12. এক বচনে ‘আমরা’ ব্যবহার: মহান আল্লাহ কুরআন মজিদে কর্তৃবাচ্য ও কর্মবাচ্যে নিজের ক্ষেত্রে ব্যাপকভাবে বহুবচন সর্বনাম অর্থাৎ ‘আমরা’ ও ‘আমাদের’ ব্যবহার করেছেন। কেউ কেউ প্রশ্ন করেন, আল্লাহ তো এক। তিনি কেন নিজের জন্যে বহুবচন ব্যবহার করেন? এর জবাব হলো, আল্লাহ শুধু একই নন, বরং সেই সাথে তিনি মহাবিশ্বের মালিক, সম্রাট এবং মহামর্যাদাবানও। পৃথিবীর প্রায় সব ভাষাতেই রাজা, সম্রাট এবং মর্যাদাবান ব্যক্তির জন্যে সম্মানার্থে বহুবচন ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ‘রাজকীয় বহুবচন’ (Royal Plural)। সে হিসেবে মহাবিশ্বের মালিক ও সম্রাট মহামর্যাদাবান আল্লাহর জন্যে এই সম্মানসূচক ও মর্যাদাব্যঞ্জক বহুবচন সবার আগেই প্রযোজ্য।
এই বহুবচনটি বহুত্বব্যঞ্জক নয়, মর্যাদাব্যঞ্জক। এটা বহুত্বব্যঞ্জক হলে সবার আগে আরবের মুশরিকরাই তাওহীদের বিরুদ্ধে নিজেদের শিরকের পক্ষে এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করতো।

আল্লাহ পাক তাঁর কালামে পাকের এই অনুবাদটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় এই অনুবাদকের ভুলত্রুটি ও গুনাহ্ খাতা মাফ করে দিন এবং এটিকে তার আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।

আবদুস শহীদ নাসিম
জুন ৩, ২০১২ ঈসায়ী

ক্রমিকসূরানাযিলআয়াতরুকু
০১আল ফাতিহামক্কায়০৭০১
০২আল বাকারামদিনায়২৮৬৪০
০৩আলে ইমরানমদিনায়২০০২০
০৪আন নিসামদিনায়১৭৬২৪
০৫আল মায়েদামদিনায়১২০১৬
০৬আল আনআমমক্কায়১৬৫২০
০৭আল আরাফমক্কায়২০৬২৪
০৮আল আনফালমদিনায়৭৫১০
০৯আত তাওবামদিনায়১২৯১৬
১০ইউনুসমক্কায়১০৯১১
১১হূদমক্কায়১২৩১০
১২ইউসুফমক্কায়১১১১২
১৩আর্ রাদমক্কায়৪৩০৬
১৪ইবরাহিমমক্কায়৫২০৭
১৫আল হিজরমক্কায়৯৯০৬
১৬আন্ নাহলমক্কায়১২৮১৬
১৭বনি ইসরাঈল / ইসরামক্কায়১১১১২
১৮আল কাহফমক্কায়১১০১২
১৯মরিয়মমক্কায়৯৮০৬
২০তোয়াহামক্কায়১৩৫০৮
২১আল আম্বিয়ামক্কায়১১২০৭
২২আল হজ্জমদিনায়৭৮১০
২৩আল মুমিনুনমক্কায়১১৮০৬
২৪আন্ নূরমদিনায়৬৪০৯
২৫আল ফুরকানমক্কায়৭৭০৬
২৬আশ্ শোয়ারামক্কায়২২৭১১
২৭আন্ নামলমক্কায়৯৩০৭
২৮আল কাসাসমক্কায়৮৮০৯
২৯আল আনকাবুতমক্কায়৬৯০৭
৩০আর্ রূমমক্কায়৬০০৬
৩১লুকমানমক্কায়৩৪০৪
৩২আস্ সাজদামক্কায়৩০০৩
৩৩আল আহযাবমদিনায়৭৩০৯
৩৪আস্ সাবামক্কায়৫৪০৬
৩৫আল ফাতিরমক্কায়৪৫০৫
৩৬ইয়াসিনমক্কায়৮৩০৫
৩৭আস্ সাফ্ফাতমক্কায়১৮২০৫
৩৮সোয়াদমক্কায়৮৮০৫
৩৯আয্ যুমারমক্কায়৭৫০৮
৪০আল মুমিন/ গাফিরমক্কায়৮৫০৯
৪১ফুসসিলাত/হামিম আস সাজদামক্কায়৫৪০৬
৪২আশ্ শূরামক্কায়৫৩০৫
৪৩আয্ যুখরুফমক্কায়৮৯০৭
৪৪আদ্ দুখানমক্কায়৫৯০৩
৪৫আল জাসিয়ামক্কায়৩৭০৪
৪৬আল আহকাফমক্কায়৩৫০৪
৪৭মুহাম্মদমদিনায়৩৮০৪
৪৮আল ফাত্হমদিনায়২৯০৪
৪৯আল হুজুরাতমদিনায়১৮০২
৫০কাফমক্কায়৪৫০৩
৫১আয্ যারিয়াতমক্কায়৬০০৩
৫২আত্ তূরমক্কায়৪৯০২
৫৩আন্ নাজমমক্কায়৬২০৩
৫৪আল কামারমক্কায়৫৫০৩
৫৫আর রহমানমদিনায়৭৮০৩
৫৬আল ওয়াকিয়ামক্কায়৯৬০৩
৫৭আল হাদিদমদিনায়২৯০৪
৫৮আল মুজাদালামদিনায়২২০৩
৫৯আল হাশরমদিনায়২৪০৩
৬০আল মুমতাহানামদিনায়১৩০২
৬১আস্ সফমদিনায়১৪০২
৬২আল জুমুয়ামদিনায়১১০২
৬৩আল মুনাফিকুনমদিনায়১১০২
৬৪আত্ তাগাবুনমদিনায়১৮০২
৬৫আত্ তালাকমদিনায়১২০২
৬৬আত্ তাহরিমমদিনায়১২০২
৬৭আল মুলকমক্কায়৩০০২
৬৮আল কলমমক্কায়৫২০২
৬৯আল হাককাহমক্কায়৫২০২
৭০আল মাআরিজমক্কায়৪৪০২
৭১নূহমক্কায়২৮০২
৭২আল জিনমক্কায়২৮০২
৭৩আল মুযযাম্মিলমক্কায়২০০২
৭৪আল মুদ্দাসসিরমক্কায়৫৬০২
৭৫আল কিয়ামামক্কায়৪০০২
৭৬আদ্ দাহর / আল ইনসানমদিনায়৩১০২
৭৭আল মুরসালাতমক্কায়৫০০২
৭৮আন্ নাবামক্কায়৪০০২
৭৯আন্ নাযিয়াতমক্কায়৪৬০২
৮০আবাসামক্কায়৪২০১
৮১আত্ তাকভীরমক্কায়২৯০১
৮২আল ইনফিতারমক্কায়১৯০১
৮৩আল মুতাফ্ফিফীনমক্কায়৩৬০১
৮৪আল ইনশিকাকমক্কায়২৫০১
৮৫আল বুরূজমক্কায়২২০১
৮৬আত তারিকমক্কায়১৭০১
৮৭আল আলামক্কায়১৯০১
৮৮আল গাশিয়ামক্কায়২৬০১
৮৯আল ফাজরমক্কায়৩০০১
৯০আল বালাদমক্কায়২০০১
৯১আশ্ শামসমক্কায়১৫০১
৯২আল লাইলমক্কায়২১০১
৯৩আদ্ দোহামক্কায়১১০১
৯৪আল ইনশিরাহমক্কায়০৮০১
৯৫আত্ তীনমক্কায়০৮০১
৯৬আল আলাকমক্কায়১৯০১
৯৭আল কাদরমক্কায়০৫০১
৯৮আল বাইয়্যেনামদিনায়০৮০১
৯৯যিলযালমদিনায়০৮০১
১০০আল আদিয়াতমক্কায়১১০১
১০১আল কারিয়ামক্কায়১১০১
১০২আত্ তাকাসুরমক্কায়০৮০১
১০৩আল আসরমক্কায়০৩০১
১০৪আল হুমাযামক্কায়০৯০১
১০৫আল ফীলমক্কায়০৫০১
১০৬আল কুরাইশমক্কায়০৪০১
১০৭আল মাউনমক্কায়০৭০১
১০৮আল কাওসারমক্কায়০৩০১
১০৯আল কাফিরূনমক্কায়০৬০১
১১০আন্ নসরমদিনায়০৩০১
১১১আল লাহাবমক্কায়০৫০১
১১২আল ইখলাসমক্কায়০৪০১
১১৩আল ফালাকমক্কায়০৫০১
১১৪আন্ নাসমক্কায়০৬০১

আল কুরআনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

1. ‘কুরআন’ শব্দের অর্থ: সার্বজনীন পাঠ্য, অধিক অধিক পাঠ্য।
2. কুরআন কোথায় সংরক্ষিত আছে?: আল্লাহর কাছে উম্মুল কিতাবে (সূরা ৪৩ : আয়াত ০৪)।
3. কুরআন কিসে রক্ষিত আছে?: লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে)।
4. কুরআনের মর্যাদা কী?: মহাবিশ্বের মালিক মহান আল্লাহর বাণী।
5. কুরআন কার বাণী?: মহাবিশ্বের মালিক মহান আল্লাহর বাণী।
6. কুরআন কার প্রতি নাযিল হয়েছে?: মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর প্রতি।
7. রসূলের নিকট কুরআনের বাহক কে?: জিবরিল আমিন।
8. কুরআন নাযিল হয়েছে যাদের জন্যে: সমগ্র মানবজাতির জন্যে।
9. কুরআনের মূল বিষয়বস্ত্ত কী?: মানুষ।
10. কুরআন নাযিলের উদ্দেশ্য কী: মানুষকে মুক্তি ও সাফল্যের পথ দেখানো।
11. আল কুরআনের ভাষা: আরবি।
12. কুরআন কেন আরবিতে নাযিল হলো?: যেহেতু রসূল এবং রসূলের প্রথম শ্রোতারা ছিলেন আরব।
13. কুরআন নাযিলের পদ্ধতির নাম: অহি।
14. কুরআন কোন্ ধরণের অহি: অহি মাতলু (তিলাওয়াতকৃত অহি)।
15. প্রথম অবতীর্ণ অহি: সূরা ৯৬ আল আলাক : আয়াত ১-৫।
16. শেষ অবতীর্ণ অহি: সূরা ০২ আল বাকারা : আয়াত ২৮১।
17. কুরআন নাযিলের সূচনা কোন্ মাসে: রমযান মাসে।
18. কুরআন নাযিলের সূচনা সাল: ৬১০ খৃষ্টাব্দ, আগস্ট মাস।
19. কুরআন নাযিলের সমাপ্তি সাল: ৬৩২ খৃষ্টাব্দ।
20. কুরআন নাযিলের সূচনা যেখানে: জাবালুন নূরের হেরা গুহায়।
21. কুরআন নাযিলের সূচনা যে শহরে: মক্কা শহরে।
22. কুরআন নাযিলের রাতকে বলা হয়: লাইলাতুল কদর (মর্যাদাবান রাত)
23. কুরআনের মূল উপাদান কয়টি: দুইটি। ভাষা ও বক্তব্য (বিষয়)।
24. কুরআন অবতীর্ণের প্রথম শব্দ: ‘ইকরা’ বা ‘পড়ো’।
25. আল কুরআনের সূরা সংখ্যা: ১১৪ (একশত চৌদ্দ)।
26. আল কুরআনের আয়াত সংখ্যা: ৬২৩৬ (ছয় হাজার দুইশত ছত্রিশ)।
27. আল কুরআনের পারা সংখ্যা: ৩০ (ত্রিশ)।
28. আল কুরআনের রুকু সংখ্যা: ৫৪০ (পাঁচশত চল্লিশ)।
29. আল কুরআনের সাজদা সংখ্যা: ১৫ (পনেরো)।
30. আল কুরআনের প্রথম সূরা: আল ফাতিহা।
31. আল কুরআনের শেষ সূরা: আন নাস।
32. কুরআনের সবচাইতে বড় সূরা: আল বাকারা, আয়াত সংখ্যা ২৮৬।
33. কুরআনের মূল তফসির কোন্টি: স্বয়ং আল কুরআন।
34. কুরআনের দায়িত্বপ্রাপ্ত ব্যাখ্যাতা কে: মুহাম্মদ রসূলুল্লাহ সা.।
35. কুরআন হিফাযতের দায়িত্ব: স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন।
36. কুরআনের প্রথম বাহক কারা?: সাহাবায়ে কিরাম রা.।
37. কুরআনের প্রতি মুসলিমদের দায়িত্ব: জানা, মানা ও পৌঁছে দেয়া।
38. কুরআনের প্রতি প্রথম ঈমান আনেন: পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজা রা.।
39. কুরআন গ্রন্থাকারে সংকলন করান: প্রথম খলিফা আবু বকর রা.।
40. কুরআনে ‘আল্লাহ’ নামটি কতোবার: ২৬৯৭ বার।
41. প্রতি আয়াতে আল্লাহর নাম আছে: সূরা ৫৮ আল মুজাদালায়।
42. কুরআনে নবী রসূলের নাম আছে: ২৫ জনের।
43. কুরআনে মুহাম্মদ সা.-এর নাম: ৫ বার।
44. কুরআনে সাহাবীর নাম আছে: ১ জনের, যায়েদ রা.।
45. কুরআনে মহিলার নাম আছে: ১ জনের, মরিয়ম।
46. কুরআনে ভালো মানুষের নাম: ৭জন: লুকমান, উযায়ের, তালুত, ইমরান, মরিয়ম, যায়েদ, যুলকারনাইন।
47. কুরআনে মন্দ মানুষের নাম: ৭জন: আযর, ফেরাউন, হামান, কারূণ, সামেরি, জালুত, আবু লাহাব।
48. কুরআনে শহরের নাম আছে: ৭টি: মক্কা, মদিনা, মিশর, মাদায়েন, রোম, বেবিলন, সাবা।
49. কুরআন আল্লাহর বাণী হবার প্রমাণ: স্বয়ং কুরআনই এর প্রমাণ।
50. কুরআনে কুরআনের কয়টি নাম আছে?: ৯১টি।
51. আয়াতুল কুরসি কোন্ সূরায়: সূরা বাকারা, আয়াত ২৫৫।
52. মেরাজের উপহার কোন্ সূরা: সূরা ১৭ ইসরা (বনি ইসরাঈল)
53. প্রথম অবতীর্ণ পূর্ণ সূরা: সূরা আল ফাতিহা।
54. কুরআন যিনি মুখস্ত করেন: হাফিয।
55. কুরআনের যিনি তফসির করেন: মুফাসসির।
56. কুরআন যারা সুন্দরভাবে পড়েন: কারী, কারীউল কুরআন।
57. কোন্ সূরার শুরুতে বিসমিল্লাহ নেই: সূরা ৯ আত তাওবা।
58. কোন্ সূরায় দুইবার বিসমিল্লাহ: সূরা ২৭ আন নামল।

কুরআন জানা ও মানা জরুরি

কুরআন সত্য শাশ্বত

কুরআন সর্বজয়ী সর্বজ্ঞানী মহান আল্লাহর বাণী। কুরআনের ভাষা ও বক্তব্য চিরন্তন, চির শাশ্বত ও চিরঞ্জীব। বিশ্ববাসীর কাছে কুরআন এক জীবন্ত মু’জিযা। মানব সমাজের সাফল্য কিংবা ব্যর্থতা শুধুমাত্র আল কুরআনের অনুবর্তন কিংবা প্রত্যাখ্যানের মধ্যেই নিহিত। এই মহাগ্রন্থ আল কুরআন-

1. অদৃশ্য স্রষ্টার দৃশ্য বাণী: মানুষ তার স্রষ্টা মহান আল্লাহকে দেখেনা, তিনি অদৃশ্য, তিনি অনুভবের। কিন্তু আমরা তাঁর বাণী পড়ি, দেখি, শুনি। তাঁর বাণী পড়ে আমরা আবেগ আপ্লুত হই। কুরআন আমাদেরকে অনুভব ও বিশ্বাসে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। আমরা কথা বলি আমাদের প্রিয় প্রভুর সাথে কুরআনের ভাষায়।
2. অফুরন্ত জ্ঞান ভান্ডার: মহাগ্রন্থ আল কুরআন জ্ঞানের এক অফুরন্ত ফল্গুধারা যা কখনো ফুরায়না। এর জ্ঞান ভান্ডার কখনো অতীতের গর্ভে বিলীন হয়না এবং ভবিষ্যতের আগমনে অকেজো হয়না। সূর্যোলোকের মতো প্রতিদিনই ঘটে এর জ্ঞানের নবোদয়।
3. সত্য অনির্বাণ: একদিকে অবতীর্ণের সূচনা থেকেই কুরআনের সত্যতা ছিলো অনাবিল স্বচ্ছ। অপরদিকে মানব জ্ঞানের পরিধি যতোই বাড়ছে, ততোই প্রকাশিত ও বিকশিত হচ্ছে আল কুরআনের বিস্ময় ও সত্যতা।
4. সার্বজনীন: আল কুরআনের আরেক বিস্ময় হলো এর সার্বজনীনতা। কুরআন বলছে তাকে অবতীর্ণ করা হয়েছে সমগ্র মানবজাতির জন্যে। বিগত দেড় হাজার বছরের ইতিহাস সাক্ষী, বিশ্বের সর্বগোত্র, সর্বজাতি, সর্বধর্ম, সর্বভাষা, সর্ববর্ণ এবং সর্বশ্রেণীর নারী কিংবা নর যে-ই কুরআন শুনেছে, পাঠ করেছে এবং হৃদয়ঙ্গম করেছে, সে-ই কুরআনকে হৃদয় দিয়েছে, এর প্রতি ঈমান এনেছে এবং এটিকে গ্রহণ করেছে জীবন যাপনের গাইড বুক হিসেবে।
5. কুরআন কাঁপিয়ে দেয় পাষাণের হৃদয়: আরব কি অনারব, যে-ই মনোযোগ দিয়ে কুরআন পড়ে, বুঝার চেষ্টা করে কুরআনের বক্তব্য, যতোই হোক পাষাণ হৃদয়, কুরআন কাঁপিয়ে তোলে তার সত্তাকে। তারপর বিগলিত করে দেয় তার হৃদয় মন। উমর থেকে নিয়ে আহমদ দীদাত এবং হাজারো আধুনিক মানুষ এর সাক্ষী।
6. কুরআন শত্রুকে করে দেয় আপন: আল্লাহর রসূলের যারা ছিলো জানের শত্রু, কুরআন শুনে কিংবা কুরআন পড়ে তারা হয়ে যায় তাঁর প্রাণের বন্ধু। উমর, আমর, আকরামা এবং খালিদের (রাদিয়াল্লাহু আনহুম) ইতিহাস তো আর ইতিহাস থেকে মুছে যায়নি। আজো চলছে সেই ধারা। চলবে চিরকাল। এ এক মহাবিস্ময়।
7. ভাষাবিশারদ মহাপন্ডিতেরা সব কুপোকাত: যারা ধারণা করেছিল, কিংবা শত্রুতার বশে বা বিদ্বেষ বশে বলেছিল, কুরআন স্রষ্টার বাণী নয়। এগুলো কোনো কবির শিখিয়ে দেয়া বুলি, কিংবা জিনেরা শিখিয়ে দেয়, কিংবা কোনো ভাষাবিশারদ রাতে এসে মুখস্ত করিয়ে দেয়, কিংবা সবই ম্যাজিক, কিংবা অতীতের কাহিনী; কুরআন তাদেরকে অনুরূপ একটি কুরআন, কিংবা অন্তত একটি সূরা তৈরি করার চ্যালেঞ্জ প্রদান করে। এ চ্যালেঞ্জের সামনে আরবি ভাষার রথি মহারথি কবি পন্ডিতেরা সবাই কুপোকাত।
8. অবিকৃত: কুরআন যেভাবে অবতীর্ণ হয়েছে, আজো হুবহু সেভাবে বর্তমান রয়েছে। দেড় হাজার বছরে এর একটি অক্ষরও বিকৃত হবার প্রমাণ নেই। প্রয়োজন পড়েনি এর একটি বক্তব্যও সম্পাদনা করার, কিংবা সংস্কার করার।
9. সর্বাধিক পঠিত গ্রন্থ: কুরআন পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ। প্রতি মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ কুরআন পাঠ করে। কেউ সালাতে পাঠ করে, কেউ তেলাওয়াত করে, কেউ শিক্ষাদান করে, কেউ অধ্যয়ন করে, কেউ এর দাওয়াত ও প্রচারের কাজ করে, কেউ এর তফসির করে, কেউ গবেষণা করে, কেউ মুখস্ত করে। কুরআনের মতো এতো অধিক পঠিত গ্রন্থ পৃথিবীতে আর নেই।
10. অসংখ্য হাফেযে কুরআন: পৃথিবীতে আল কুরআনই একমাত্র গ্রন্থ যেটিকে প্রতি যুগে হাজার হাজার, লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি মানুষ পূর্ণরূপে স্মৃতিপটে ধারণ করেছেন এবং করছেন। এমনকি শিশুরাও। এই দৃষ্টান্ত অনন্য, অনুপম।
11. সর্বাধিক প্রিয় গ্রন্থ: কুরআন বিশ্বের সর্বাধিক মানুষের সবচেয়ে প্রিয় গ্রন্থ। পৃথিবীতে অনেক পপুলার গ্রন্থ আছে। কিন্তু সেটিকে হুবহু অক্ষরে অক্ষরে নিজের স্মৃতিতে ধারণ করে ক’জনে? কোন্ গ্রন্থের উপর এতো বেশি আলোচনা, গবেষণা হয়? কোন্ গ্রন্থ কুরআনের মতো সারা জীবন বার বার পড়া হয়? একমাত্র কুরআনই সবচেয়ে বেশি মানুষের প্রিয় গ্রন্থ এবং সর্বাধিক প্রিয় গ্রন্থ।
12. সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ: বিশ্বাসী লোকেরা কুরআনকে যতোবেশি মর্যাদা দেয়, আর কোনো গ্রন্থের প্রেমিক লোকেরা সেই গ্রন্থকে এতোবেশি মর্যাদা দেয়না। পড়া, বুঝা, জানা, মানা, অনুসরণ করা, শিক্ষা দান করা, প্রচার করা, কার্যকর করা এবং এর আলোকে জীবন ও সমাজ গড়ার কাজ করা -এগুলোই হচ্ছে এ গ্রন্থের প্রতি মর্যাদা দেয়ার উপায়। এরকম মর্যাদা এতো বিপুল মানুষ কর্তৃক আর কোনো গ্রন্থকেই দেয়া হয়না।
13. সুসামঞ্জস্যপূর্ণ পুনারাবৃত্ত বক্তব্য: কুরআনে বিভিন্ন তথ্যপূর্ণ অসংখ্য বক্তব্য দেয়া হয়েছে। তেইশ বছর ধরে কুরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থে কোনো প্রকার অসামঞ্জস্যপূর্ণ তথ্য, বক্তব্য, মতামত ও নির্দেশনা নেই। এ এক মহা বিস্ময়কর!
14. শাশ্বত ও সংস্কারমুক্ত: কালের প্রেক্ষাপটে প্রাচীন গ্রন্থাবলি সংস্কার ও সম্পাদনা করা জরুরি হয়ে পড়ে। সংশোধন ও সংযোজন করার প্রয়োজন দেখা দেয়। এর একমাত্র ব্যতিক্রম আল কুরআন। আজ পর্যন্ত বিস্ময়কর ভাবে এর ভাষা ও বক্তব্যে কোনো প্রকার সংস্কার, সংযোজনের প্রয়োজন দেখা দেয়নি।
15. শাশ্বত জীবনের অকাট্য ধারণা উপস্থাপক: কুরআন মানব জীবন সম্পর্কে বস্ত্তবাদী ধারণা ভেঙ্গে চূরমার করে দিয়েছে। কুরআন মানব জীবনকে এক অটুট পূর্ণাঙ্গ ও শাশ্বত জীবন হিসেবে পেশ করেছে। কুরআন বলছে, পার্থিব জীবনে মানুষের যে মৃত্যু হয় তা তার জীবনের মৃত্যু নয়, দৈহিক মৃত্যু। এই মৃত্যুর পরে সে আবার দৈহিকভাবে পুনর্জীবন লাভ করবে। কুরআন আরো বলছে, মানুষের এই পার্থিব জীবনই তার পরকালীন জীবনের সাফল্য ও ব্যর্থতার ভিত্তি।
কুরআন প্রদত্ত এই ধারণায় বিশ্বাসীরা তাদের পার্থিব জীবনকে পরকালীন সাফল্যের জন্যে নিয়োজিত করে। বিশ্বাসীরা বিস্ময়করভাবে পারলৌকিক সাফল্যের জন্যে ইহলৌকিক স্বার্থকে ত্যাগ করতে সদা প্রস্ত্তত।
16. সব সমস্যার সমাধান: মহাগ্রন্থ আল কুরআন সব সমস্যার সমাধান। গবেষণার পর গবেষণা চালিয়ে এবং গ্রন্থের পর গ্রন্থ রচনা করে মানুষ তাদের যেসব সমস্যার সমাধান করতে পারেনি, এই মহাগ্রন্থ মাত্র দুচারটি বাক্যে সেসব সমস্যার সমাধান পেশ করে দিয়েছে।
17. সৃষ্টি যার বিধান তার: মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই মানুষকে আল কুরআন দিয়েছেন জীবন যাপনের ম্যানুয়েল হিসেবে। সুতরাং একমাত্র আল কুরআনই মানুষের জীবন যাপনের সঠিক ব্যবস্থা। কারণ এটা হলো ‘সৃষ্টি যার বিধান তার।’
18. শান্তির পথ মুক্তির পথ: মানবজাতির শান্তি ও কল্যাণের এবং মুক্তি ও সাফল্যের সত্যিকার ফর্মূলা কেবলমাত্র কুরআনেই রয়েছে। কারণ, এটি মানুষের স্রষ্টা সর্বজ্ঞানী মহান আল্লাহর অনির্বাণ আলো। দুনিয়া ও আখিরাতের সমস্ত সাফল্য এর মধ্যেই রয়েছে নিহিত।

কুরআন মহাসত্যের আলো

পরম করুণাময় আল্লাহ মানুষের জীবন-দর্শন ও জীবন-যাপন পদ্ধতি হিসেবে নাযিল করেছেন আল কুরআন। এ কুরআনই মহাসত্যের আলো এবং মানুষের শান্তি, মুক্তি ও কল্যাণের একমাত্র গ্যারান্টি। মহান আল্লাহ বলেন:

‘‘আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক আলো (নবী মুহাম্মদ সা.) এবং একটি সত্য ও সঠিক পথ প্রকাশকারী কিতাব, যার দ্বারা আল্লাহ তাঁর সন্তোষ সন্ধানকারীদের শান্তি ও নিরাপত্তার পথ দেখান এবং নিজের ইচ্ছায় তিনি তাদের বের করে আনেন অন্ধকাররাশি থেকে আলোর দিকে, আর তাদের পরিচালিত করেন সরল -সঠিক পথে।’’ (সূরা ৫ আল মায়িদা : আয়াত ১৫-১৬)

‘‘হে মুহাম্মদ! এটি একটি কিতাব। আমরা এটি তোমার প্রতি নাযিল করেছি, যাতে করে তুমি মানুষকে অন্ধকাররাশি থেকে নিয়ে আসো আলোতে।’’ (সূরা ১৪ ইবরাহিম : আয়াত ১)

কুরআন বুঝা ফরয এবং সহজ

কিন্তু, যে ব্যক্তি কুরআন জানলোনা, বুঝলোনা, তার কাছে তো আলো আর অন্ধকার দুটোই সমান। সুতরাং আলো দেখতে হলে কুরআন বুঝতে হবে। কুরআন না বুঝলে আলোতে আসার সুযোগ কোথায়? আর কুরআন তো বুঝার জন্যে সহজ করেই নাযিল করা হয়েছে। মহান আল্লাহ বলেন:

‘‘তারা কি কুরআন নিয়ে চিন্তাভাবনা করেনা? নাকি তাদের অন্তরগুলোতে তালা লাগানো রয়েছে?’’ (সূরা ৪৭ মুহাম্মদ : আয়াত ২৪)
‘‘অবশ্যি আমরা এ কুরআন বুঝার জন্যে সহজ করে নাযিল করেছি। অতএব কে আছে এ থেকে উপদেশ গ্রহণ করবে? (সূরা ৫৪ আল কামার : আয়াত ৪০)

কুরআন মানা ও অনুসরণ করা অত্যাবশ্যক

যে কোনো বাণীর মতোই কুরআন জানা ও বুঝার সাথে সাথে মানাও জরুরি। মূলত মানা, অনুসরণ করা ও বাস্তবায়ন করার জন্যেই নাযিল করা হয়েছে আল কুরআন। আল্লাহ পাক বলেন:
‘‘আর আমাদের অবতীর্ণ এ কিতাব সৌভাগ্যের চাবিকাঠি। তাই তোমরা এটিকে অনুসরণ করো, মেনে চলো এবং (এতে প্রদত্ত) নির্দেশ অমান্য করাকে ভয় করো। আশা করা যায় এভাবেই তোমরা (আল্লাহর) অনুকম্পা লাভ করতে সক্ষম হবে।’ (সূরা ৬ আল আনআম : আয়াত ১৫৫)

‘‘(হে মুহাম্মদ!) আমরা এ মহাসত্য কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি গোটা মানব সমাজের জন্যে। এখন যে ব্যক্তিই এতে প্রদর্শিত পথের অনুসরণ করবে, তাতে সে নিজেরই কল্যাণ করবে।’’ (সূরা ৩৯ যুমার : আয়াত ৪১)

আপনার বিবেক কী বলে?

আপনি পুরুষ হোন কিংবা মহিলা, আপনার কাজের জন্যে আপনাকে ব্যক্তিগতভাবেই জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি যে কোনো দৃষ্টিভংগিই পোষণ করুন না কেন, একবার কুরআন পড়ে দেখুন। মুক্ত ও নিরপেক্ষ মনে এ গ্রন্থটিকে অধ্যয়ন করুন। আপনার বিবেক, নিরপেক্ষ মন আর নৈতিক যুক্তি যদি এ মহাগ্রন্থকে সত্য বলে গ্রহণ করে, তবে আসুন, আপনি এ গ্রন্থকে আঁকড়ে ধরুন। বিবেক ও যুক্তিকে সম্মান দিন।

আপনার বিবেক যদি এটিকে সত্য ও বাস্তব বলে গ্রহণ করে, তবে কি আপনার বিবেকের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে? পৃথিবীতে যতো বই পুস্তক ও যতো গ্রন্থই লেখা হয়, সেটা যে কোনো বিষয়েই লেখা হয়ে থাকনা কেন, তা মূলত লেখা হয় অনুসরণ, বাস্তবায়ন ও কার্যকর করার জন্যে। ব্যক্তিগত চিঠি থেকে আরম্ভ করে পত্র-পত্রিকা পর্যন্ত সবকিছু থেকেই মানুষ সংবাদ, তথ্য, তত্ত্ব, উপদেশ, সতর্কতা, কর্মনীতি, কর্মপন্থা ও নির্দেশিকা গ্রহণ করে। কিন্তু কুরআনের ব্যাপারটি? কী আচরণ করা হয় কুরআনের সাথে?

আল কুরআন তো মানুষের স্রষ্টা, মালিক ও প্রতিপালক মহান আল্লাহর বাণী। এ বাণীতে তিনি গোটা মানবজাতির জন্যে জীবন যাপনের নির্দেশিকা প্রদান করেছেন। তাই মানুষের কি উচিত নয়, যে কোনো গ্রন্থের চাইতে আল কুরআনকে অধিক গুরুত্ব দেয়া? এটিকে অতীব গুরুত্বপূর্ণ মনে করা? অপরিহার্য বিধান হিসেবে গ্রহণ করে এটি পাঠ করা, বুঝা এবং এর মর্ম উপলব্ধি করা? সেই সাথে জীবনের সকল ক্ষেত্রে আল কুরআনের নির্দেশ পালন ও বাস্তবায়ন করা?

কুরআনে আল কুরআনের নামসমূহ

মহান আল্লাহ আল কুরআন প্রদান করেছেন। কুরআনের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী মহান আল্লাহ নিজেই আল কুরআনে কুরআনকে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশক নামে অভিহিত করেছেন। এখানে কুরআনের ৭২টি নাম উল্লেখ করা হলো। তবে আমরা আমাদের লেখা ‘আল কুরআন আত তাফসির’ গ্রন্থে সূত্রসহ ৯১টি নাম উল্লেখ করেছি। এগুলোর অর্থ ও মর্ম জেনে নিলে কুরআন কী, তা বুঝতে খুবই সহজ হবে।

ক্রম.নামউচ্চারণঅর্থ১টি সূত্র
اَلْكِتَابُআল কিতাবমহাগ্রন্থ০২:০২
كِتَابُ اللهকিতাবুল্লাহআল্লাহর কিতাব০৩:২৩
اَلْقُرْانُআল কুরআনঅধিক পঠিত০২:১৮৫
اَلْفُرْقَانُআল ফুরকানমানদন্ড০২:১৮৫
اَلنُّوْرُআন নূরআলো, জ্যোতি০৭:১৫৭
اَلْهُدىআল হুদাপথনির্দেশ০৯:৩৩
اَلذِّكْرُআয্ যিকরস্মারক৪১:৪১
اَلْقَوْلُআল কওলকথা, বাণী৮৬:১৩
كَلاَمُ اللهِকালামুল্লাহআল্লাহর বাণী০৯:০৬
১০مُبَارَكٌমুবারকমহিমান্বিত২১:৫০
১১رَحْمَةٌরাহমাহ্অনুকম্পা১০:৫৭
১২حِكْمَةٌ بَالِغَةٌহিকমাতুম বালিগাহপরিপূর্ণ জ্ঞান৫৪:০৫
১৩اَلْحَكِيْمُআল হাকিমপ্রজ্ঞাময়১০:০১
১৪حَبْلُ اللهِহাবলুল্লাহআল্লাহর রজ্জু০৩:১০৩
১৫رُوْحٌরূহপ্রত্যাদেশ/প্রেরণা৪২:৫২
১৬اَلْوَحْىِআল অহিপ্রত্যাদেশ২১:৪৫
১৭اَلْعِلْمُআল ইলমমহাজ্ঞান০২:১৪৫
১৮اَلْحَقُّআল হকমহাসত্য০৩:৬২
১৯اَلْبَشِيْرُআল বাশীরসুসংবাদদাতা৪১:০৪
২০اَلنَّذِيْرُআন নাযীরসতর্ককারী৪১:০৪
২১اَلْمَجِيْدُআল মাজীদমর্যাদাবান৮৫:২১
২২عَدْلٌআদলসুষম, ন্যায্য০৬:১১৫
২৩اَمْرُ اللهِআমরুল্লাহআল্লাহর নির্দেশ৬৫:০৫
২৪مُهَيْمِنٌমুহাইমিনসংরক্ষক০৫:৪৮
২৫بُرْهَانٌবুরহানপ্রমাণপত্র০৪:১৭৪
২৬مُبِيْنٌমুবীনসুস্পষ্ট (কিতাব)৪৪:০২
২৭شِفَاءٌশিফানিরাময়১০:৫৭
২৮مَوْعِظَةٌমাওয়িযাউত্তম উপদেশ১০:৫৭
২৯عَلِىٌّআ’লীউচ্চ মর্যাদাবান৪৩:০৪
৩০رِسَالةُ اللهِরিসালাতুল্লাহআল্লাহর বার্তা৩৩:৩৯
৩১حُجَّةُ اللهِ البَالِغَةُহুজ্জাতুল্লাহিল বালিগাহআল্লাহর পূর্ণ প্রমাণ০৬:১৪৯
৩২اَلْمُصَدِّقُআল মুসাদ্দিকসত্যায়নকারী০৫:৪৮
৩৩اَلعَزِيْزُআল আযীযমহাশক্তিধর৪১:৪১
৩৪صِرَاطٌ مُّسْتَقِيْمِসিরাতুম মুস্তাকীমসোজা পথ০৬:১৫৩
৩৫قَيِّمٌকাইয়িমসঠিক-সুদৃঢ়১৮:০২
৩৬اَلْفَصْلُআল ফাসলস্পষ্ট, ফায়সালা৮৬:১৩
৩৭اَلْحَدِيْثُআল হাদিসবাণী১৮:০৬
৩৮اَحْسَنُ الْحَدِيْثُআহসানুল হাদিসসর্বোত্তম বাণী৩৯:২৩
৩৯نَبَاُ الْعَظِيْمِনাবাউল আযীমমহাসংবাদ৭৮:০২
৪০مُتَشَابِهٌমুতাশাবিহসাদৃশ্যপূর্ণ৩৯:২৩
৪১مَثَانِىْমাছানিপুনরাবৃত্ত৩৯:২৩
৪২تَنْزِيْلٌতানযীলঅবতীর্ণ৫৬:৮০
৪৩عَرَبِىٌّআরাবিআরবি ভাষার১২:০২
৪৪بَصاََئِرٌবাসায়িরপ্রমাণ০৭:২০৩
৪৫بَيَانٌবায়ানস্পষ্ট বার্তা০৩:১৩৮
৪৬اٰيٰتُ اللهِআয়াতুল্লাহআল্লাহর আয়াত০২:২৫২
৪৭عَجَبٌআজবচমৎকার৭২:০১
৪৮تَذْكِرَةٌতাযকিরাহউপদেশবার্তা৮০:১১
৪৯عُرْوَةُ الْوُثْقىউরওয়াতুল উসকামজবুত অবলম্বন০২:২৫৬
৫০اَلصِّدْقُআস সিদ্কমহাসত্য৩৯:৩৩
৫১مُنَادِىْমুনাদিআহবায়ক০৩:১৯৩
৫২اَلْبُشْرىআল বুশরাসুসংবাদ২৭:০২
৫৩بَيِّنٰتٌবায়্যিনাতসুস্পষ্ট প্রমাণ০২:১৮৫
৫৪بَلغٌবালাগবার্তা১৪:৫২
৫৫اَلْقَصَصُআল কাসাসবৃত্তান্ত০৩:৬২
৫৬اَلْكَرِيْمُআল কারিমউচ্চ মর্যাদাবান৫৬:৭৭
৫৭اَلْمِيْزَانُআল মীযানসুষম বিধান৪২:১৭
৫৮نِعْمَةُ اللهِনে’মাতুল্লাহআল্লাহর অনুগ্রহ০৫:০৩
৫৯هُدَى اللهِহুদাল্লাহআল্লাহর গাইডেন্স০২:১২০
৬০كِتَابٌ مُبِيْنٌকিতাবুন মুবিনসুস্পষ্ট কিতাব০৫:১৫
৬১كِتَابٌ حَكِيْمٌকিতাবুন হাকিমবিজ্ঞানময় কিতাব১০:০১
৬২قٌرْانٌ مُبِيْنٌকুরআনুম মুবিনসুস্পষ্ট কুরআন১৫:০১
৬৩كِتَابٌ مَّسْطُوْرٌকিতাবুম মাস্তূরছত্রে লেখা কিতাব৫২:০২
৬৪كِتَابٌ عِزِيْزٌকিতাবুন আযীযশক্তিধর কিতাব৪১:৪১
৬৫ذِكْرُ الْحَكِيْمُযিকরুল হাকিমবিজ্ঞানময় উপদেশ০৩:৫৮
৬৬مَتْلُوْاমাতলুতেলাওয়াতকৃত০৩:১০৮
৬৭هُدًى لِّلنَّاسِহুদাল্লিন্নাসমানবজাতির দিশারি০২:১৮৫
৬৮ذِكْرُ اللهِযিকরুল্লাহআল্লাহর উপদেশ৩৯:২৩
৬৯ذِكْرٌ لِلْعَالَمِيْنَযিকরুল্লিল আলামিনজগদ্বাসীর জন্যে উপদেশ৩৮:৮৭
৭০نُوْرُ اللهِনূরুল্লাহআল্লাহর আলো০৯:৩২
৭১نُوْرٌ مُّبِيْنٌনূরুম মুবিনসুস্পষ্ট আলো০৪:১৭৪
৭২كَلِمَةُ اللهِকালেমাতুল্লাহআল্লাহর কথা০৯:৪০

কুরআনের পরিভাষা

অলিবন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, সাহায্যকারী। আল্লাহর একটি গুণবাচক নাম। বহুবচন : আওলিয়া।
অস্অসাকুমন্ত্রণা দেয়া।
অসিয়তনির্দেশ, উপদেশ।
অহিইশারা, ইংগিত, সুক্ষ্ণ ইংগিত, নবী রসূলদের কাছে আল্লাহর বার্তা প্রেরণ পদ্ধতি। নবী রসূলদের কাছে আল্লাহর প্রেরিত বার্তা।
আওলাদসন্তান সন্ততি, ছেলে মেয়ে, বংশধর।
আকলবুঝ, বুদ্ধি, জ্ঞান, সচেতনতা, বিবেক, বিবেচনা, যাচাই ক্ষমতা।
আখিরাতপরজগত, পরকাল। মৃত্যুপরবর্তী জীবন। দুনিয়ার বিপরীত।
আজববিস্ময়কর।
আদপ্রাচীন শক্তিশালী জাতি। সালেহ আ. এর জাতি। আল্লাহর রসূলকে প্রত্যাখান করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন।
আদলসুবিচার, ন্যায়বিচার, ইনসাফ (justice), ন্যায্য ও সুষম নীতি (balance)।
আনসারসাহায্যকারী। মুহাজিরদের সাহায্যকারী।
আব্দঅনুগত, দাস, বান্দা, উপাসক।
আবদুল্লাহ্আল্লাহর দাস, আল্লাহর বান্দা।
আমলকর্ম, কার্যক্রম, কর্মকান্ড, আচরণ; চিন্তা ও কর্ম। ইবাদত।
আমলে সালেহ্পুণ্যকর্ম, নিখুঁত কর্ম, সংশোধিত কাজ, মধ্যপন্থা অবলম্বনকারী কাজ, যোগ্যতার সাথে সম্পাদিত নিখুঁত কাজ। ঈমান ভিত্তিক আমল। আল্লাহর কিতাব ও বিধানের অনুসারী কাজ, রসূলের অনুসরণ ভিত্তিক কাজ।
আমানতনিরাপত্তা, নিরাপত্তায় রাখা, নিরাপত্তায় থাকা বা রাখা বস্ত্ত।
আযাবশাস্তি, দন্ড, পরকালীন শাস্তি।
আরশউচুঁ আসন, ক্ষমতা, কর্তৃত্ব, আল্লাহর আরশ।
আল কিতাবআল্লাহর কিতাব, আল কুরআন।
আল্লাহএটি মহাবিশ্বের, পৃথিবীর এবং সবার ও সবকিছুর স্রষ্টা, মালিক, প্রভু ও পরিচালকের মূল নাম।
আল হামদুলিল্লাহসমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর।
আলেমুল গায়েবঅদৃশ্যের জ্ঞানী, সর্বজ্ঞানী। আল্লাহর একটি সিফত।
আসহাবুন নারআগুনের (জাহান্নামের) সাথিরা, জাহান্নামের অধিবাসী, জাহান্নামবাসী, জাহান্নামওয়ালা লোকেরা।
আসহাবুল ইয়ামিনডান পাশের লোকেরা, ডানের সাথিরা, ডানদিকের লোকেরা, সত্যপন্থীরা। সৌভাগ্যবান লোকেরা।
আসহাবুল কাহাফগুহার সাথিরা, গুহার লোকেরা, গুহায় অবস্থান কারীরা, গুহার অধিবাসিরা।
আসহাবুল জান্নাতজান্নাতের সাথিরা, জান্নাতের অধিবাসী, জান্নাতবাসী, জান্নাতওয়ালা লোকেরা।
আসহাবুস্ শিমালবাম পাশের লোকেরা, বাম দিকের লোকেরা। পথভ্রষ্ট লোকেরা। ভ্রান্ত পথের অনুসারীরা। দুর্ভাগারা।
আয়াতনিদর্শন। কুরআনের বাক্য।
আয়াতুল কুরসিএটি সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এ আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এটি মহান আল্লাহর হামদ ও প্রশংসা সম্বলিত শ্রেষ্ঠ আয়াত। মুমিনদের কর্তব্য এটি মুখস্ত করা এবং সব সময় পাঠ করা।
আহলে বাইতঘরবাসী, নবীর পরিবার।
ইকামতদাঁড়ানো, দাঁড় করানো, প্রতিষ্ঠা করা।
ইখ্লাস্বিশ্বাস ও সংকল্পের নিষ্ঠা।
ইছারপ্রাধান্য দেয়া, আত্মত্যাগ করা। অপরকে অগ্রাধিকার দেয়া।
ইদ্দততালাকপ্রাপ্তা এবং স্বামী মরে যাওয়া নারীদের পরবর্তী বিয়ের জন্যে অপেক্ষার মেয়াদকাল।
ইন্জিলঈসা আ. এর প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব।
ইনশাল্লাহযদি আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ চাইলে হবে।
ইবলিসনিরাশ ও হতাশ ব্যক্তি, শয়তান। অভিশপ্ত ও নিরাশ শয়তান।
ইবাদতএটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর মৌলিক অর্থ হলো : প্রার্থনা করা, দোয়া করা; ভক্তি ও বিনয় প্রকাশ করা; উপাসনা করা, পূজা করা; আনুগত্য করা, হুকুম পালন করা; দাসত্ব করা।
ইল্হামঅন্তরগত করা, অনুভূতি সৃষ্টি করা, মনে উদ্রেক করা, অন্তরে নিক্ষেপ করা, অহি করা।
ইলাহ্আইন ও বিধানদাতা। হুকুমকর্তা। ত্রাণকর্তা। উদ্ধারকারী। প্রার্থনা শ্রবণকারী। বিনয়, আনুগত্য, ভক্তি-শ্রদ্ধা, উপাসনা ও প্রার্থনা লাভের মালিক, উপাস্য। সার্বভৌম সত্তা।
ইল্লিয়্যিনইল্লিয়্যিন-এর আভিধানিক অর্থ উচ্চ মর্যাদাবানদের দফতর। কুরআনে সেই স্থানকে ইল্লিয়্যিন বলা হয়েছে, যেখানে সৎ ও সত্যপন্থী লোকদের তালিকা, কৃতকর্মের রেকর্ড এবং মৃত্যুর পর তাদের রূহ সংরক্ষণ করা হয়।
ইসলামআভিধানিক অর্থ : আনুগত্য ও বাধ্যতা স্বীকার করা, হুকুম পালন করা। আত্মসমর্পণ করা। পারিভাষিক অর্থ : আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহর আনুগত্যের ভিত্তিতে জীবন যাপনের বিধান। আল্লাহ প্রদত্ত দীন।
ইস্লাহসংশোধন হওয়া, সংশোধন করা, সংস্কার করা, পরিশুদ্ধ করা।
ইস্তিগফারক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া।
ইহ্সানকল্যাণপরায়ণতা, পরোপকার, দায়িত্বের চাইতেও অধিক কর্তব্যবোধ।
ইহুদিইয়াহুদ নামক ব্যক্তির অনুসারী, ইহুদি গোষ্ঠী। তাওরাত কিতাবের অনুসারী হবার দাবিদার গোষ্ঠী।
ঈমানবিশ্বাস, প্রত্যয়। এক আল্লাহর প্রতি বিশ্বাস ভিত্তিক দৃষ্টিভংগি। আল্লাহর অস্তিত্ব, একত্ব ও তাঁর নিরংকুশ ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করা। সেই সাথে রিসালাত এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা।
উকিলকর্মসম্পাদক, কার্যনির্বাহী, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল। আল্লাহর গুণবাচক নাম।
উম্মতদল, আদর্শিক দল, সম বিশ্বাসী দল, জাতি, সম্প্রদায়।
উমরাউমরা হলো হজ্জের দিনগুলো ছাড়া অন্য সময় ইহরাম করে কাবা তাওয়াফ করা, সাফা মারওয়ায় সায়ী করা মাথা কামানো বা চুলছাঁটা ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা।
ওফাততুলে নেয়া, মৃত্যু।
ওযরআপত্তি, অজুহাত।
এরাদাইচ্ছা করা, চাওয়া, সংকল্প করা, সিদ্ধান্ত নেয়া। উদ্দেশ্য।
এলেমজ্ঞান, কুরআন সুন্নাহর জ্ঞান, দীনি জ্ঞান।
ওয়াযউপদেশ, কল্যাণকর উপদেশ।
ওয়ারিশমালিক, উত্তরাধিকারী। আইনগত উত্তরাধিকারী।
কওমব্যক্তি, জনগণ, লোকজন, জাতি, গোষ্ঠী, সম্প্রদায়।
কফিলতত্ত্বাবধানকারী। দায়িত্বশীল।
কলেমাকথা, বাণী, বাক্য।
কসরকর্তন করা, সংক্ষিপ্ত করা। সফরের সময়কালে চার রাকাতের ফরয নামায কর্তন করে দুই রাকাত পড়া।
কাফিরআল্লাহকে অস্বীকারকারী, আল্লাহর রসূল ও আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারী, আল্লাহর হুকুম অমান্যকারী, সত্য প্রত্যাখ্যানকারী। অমুসলিম। অবিশ্বাসী।
কাবামক্কায় অবস্থিত আল্লাহর ঘর। মুসলিমদের কিবলা।
কায়েমপ্রতিষ্ঠিত, প্রতিষ্ঠা।
কুফরসত্যকে ঢেকে রাখা। সত্য অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। ইসলামকে অস্বীকার করা। মুহাম্মদ সা.-কে আল্লাহর রসূল এবং শেষ রসূল হিসেবে অস্বীকার করা। আখিরাতে অবিশ্বাস করা।
কুরআনআল্লাহর কিতাব, আল্লাহর বাণী। আভিধানিক অর্থ : অতি পঠিত, অধিক অধিক পঠিত।
কিবলাসেই ঘর যাকে সম্মুখে রেখে ইবাদত করতে হয়। কাবা মুসলিমদের কিবলা।
কিরাতপাঠ করা, অধ্যয়ন করা, অনুধাবন করা। কুরআন পাঠ করা।
কিসাস‘কিসাস’ ইসলামি দন্ডবিধির একটি পরিভাষা। অর্থ : অপরাধের আনুপাতিক শাস্তি বিধান, বা অপরাধীকে সমপরিমাণ শাস্তি প্রদান করা।
কিয়ামতপুনরুত্থান দিবস। মহাদিবস।
খলিফাউত্তরাধিকারী, স্থলাভিষিক্ত। পরবর্তী প্রজন্ম। প্রতিনিধি। শাসক।
খয়রাতকল্যাণ, কল্যাণকর, কল্যাণকর কাজ, জনকল্যাণের কাজ।
খালিস্বিশুদ্ধ, অনাবিল, একনিষ্ঠ, নিষ্ঠাবান।
খিমারমুসলিম মহিলাদের মাথা ও গন্ডদেশ ঢেকে রাখার কাপড়, ওড়না।
খিয়ানতবিশ্বাস ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা। গাদ্দারি করা।
গজবক্রোধ, রোষ।
গাফিলঅচেতন, অসচেতন, অমনোযোগী।
গীবতকারো অনুপস্থিতিতে তার নিন্দা করা।
জয়ীফদুর্বল, অক্ষম।
জানাবতবীর্যপাত জনিত অপবিত্রতা।
জান্নাতবাগান, বাগ বাগিচা, উদ্যান, বেহেশত জান্নাত। পরজীবনে মুমিনদের আবাসস্থল। মুমিনদের পুরস্কার।
জান্নাতুন নায়ীমনিয়ামতে ভরা জান্নাত। উপভোগ্য সামগ্রীতে ভরপুর জান্নাত।
জান্নাতুল ফেরদাউসসর্বোচ্চ জান্নাত। সর্বাধিক মর্যাদাপূর্ণ জান্নাত।
জাহান্নামঅগ্নি গহবর। কাফিরদের শাস্তির স্থল। কাফিরদের প্রতিদান ও প্রতিফল।
জাহিলমুর্খ, অজ্ঞ, অন্ধ, অন্ধ বিশ্বাসী।
জিনজিন জাতি। এরা আগুনের তৈরি। মানুষের পূর্বে পৃথিবী ব্যবস্থাপনার দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিলো।
জিহাদইসলামের কাজে প্রাণান্ত প্রচেষ্টা চালানো।
জুনুবিবীর্যপাত জনিত অপবিত্র ব্যক্তি।
তওবাঅনুতপ্ত হওয়া। অনুতপ্ত হয়ে ফিরে আসা, অনুশোচনা করা। ফিরে আসা। অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা।
তকদিরনির্ধারণ করা, নির্দিষ্ট করা, নির্ধারিত।
তরকছেড়ে দেয়া, ত্যাগ করা, ছেড়ে যাওয়া।
তস্বিহ্সাতাঁর কাটা, গতিশীল হওয়া, চলা। ত্রুটিহীনতা ও পবিত্রতা ঘোষণা করা, মহানত্ব ঘোষণা করা।
তাওরাতমূসা আ. এর প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব।
তাওহীদএকত্ব, আল্লাহর একত্ব। আল্লাহর সত্তা, ক্ষমতা, অধিকার ও সকল গুণাবলিতে আল্লাহকে এক, অদ্বিতীয় বলে জানা ও মানা। শিরকের বিপরীত।
তাওয়াফআল্লাহকে স্মরণ করা অবস্থায় কাবার চারদিকে সাতবার ঘোরা।
তাকওয়াআভিধানিক অর্থ- সতর্কতা, সচেতনতা। পারিভাষিক অর্থ : মন্দ ও অনিষ্ট থেকে আত্মরক্ষা করে চলা; আল্লাহভীতি; নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষার জন্যে সতর্ক হয়ে চলা। আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে চলা।
তাগুতবিদ্রোহী, আল্লাদ্রোহী, অবাধ্য, সীমালংঘনকারী।
তাবিলব্যাখ্যা বিশ্লেষণ। মর্মার্থ বের করা।
তামান্নাআশা করা, আকাংখা করা, ইচ্ছা করা।
তালাকবিবাহ বন্ধন থেকে স্ত্রীকে বিচ্ছেদ করা, বা মুক্ত করা।
তালিমশিক্ষা দান করা।
তিলাওয়াতপাঠ করা, আবৃত্তি করা। অর্থ উদ্ধার করা, উপলব্ধি করা। অধ্যয়ন করা। শিক্ষাদান করা, আলো গ্রহণ করা। আলোকিত ও উদ্ভাসিত হওয়া। মেনে চলা, অনুসরণ করা, পিছে পিছে চলা।
দরসপাঠ।
দীনএটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর অর্থ : জীবন ব্যবস্থা। আনুগত্য। আনুগত্যের বিধান। আইন। রাষ্ট্র ব্যবস্থা। প্রতিদান, প্রতিফল।
দুনিয়ানিকটের, ইহজগত, ইহকাল।
দোয়াপ্রার্থনা, ডাকা, আহবান করা, নিবেদন করা, ফরিয়াদ করা, চাওয়া, আশা করা, আকাংখা করা।
নফলআবশ্যিক নয় এমন। আবশ্যিক -এর অতিরিক্ত। যেমন নফল ইবাদত।
নফ্সনিজ, আত্মা, মন, ব্যক্তি।
নফসে মুতমায়িন্নাপ্রশান্ত ব্যক্তি বা প্রশান্ত আত্মা। এর মর্মার্থ হলো : সেই ব্যক্তি, যে নি:সংশয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে অটল-অবিচল হয়ে প্রশান্ত হৃদয়ে শুধুমাত্র তাঁরই হুকুম ও বিধান মতো জীবন যাপন করে।
নবীনবী মানে সংবাদ বাহক, আল্লাহর পক্ষ থেকে সংবাদ ও বাণী বাহক।
নবুয়্যতনবী প্রসঙ্গ।
নহরনদ-নদী।
নাজাতমুক্তি, উদ্ধার।
নাযিলঅবতীর্ণ হওয়া, অবতরণ করা।
নাসারাখৃষ্টান। যীশু খৃষ্টের অনুসারী হবার দাবিদার গোষ্ঠী।
নূরআলো, জ্যোতি। আল্লাহর গুণবাচক নাম। এটি কুরআনেরও একটি গুণবাচক নাম।
ফকিরনি:স্ব, অসহায়, অভাবী, সাহায্যের মুখাপেক্ষী। সাহায্যপ্রার্থী।
ফাসাদবিশৃংখলা, বিপর্যয়, অশান্তি।
ফাসিকসীমালংঘনকারী, পাপাচারী। আল্লাহর আইন ও ইসলামের সীমালংঘনকারী ব্যক্তি। আল্লাহর হুকুম ও বিধান অমান্যকারী।
ফাহেশাঅশ্লীল কাজ, পাপকাজ, জিনা ব্যাভিচার, নোংরা কাজ।
ফিতনাপরীক্ষা, পরীক্ষারস্থল, পরীক্ষার বস্ত্ত, বিশৃংখলা, অশান্তি।
ফিতরাতস্বভাব, প্রকৃতি, বৈশিষ্ট্য।
ফিদিয়াওযর বশত শরিয়তের কোনো বিধান পালন করতে অক্ষম হলে কিংবা কোনো বিধি ভঙ্গ হলে তার পরিবর্তে করণীয় বিধানকে ফিদিয়া বলা হয়।
ফিরকাবিচ্ছিন্ন দল, উপদল, বিচ্ছিন্নতা।
ফী সাবিলিল্লাহআল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে। আল্লাহর জন্যে।
ফুরকানমানদন্ড, পার্থক্যকারী। সত্যমিথ্যার পার্থক্যকারী।
বনিসন্তান বা বংশধর। বনি আদম- আদমের বংশধর। বনি ইসরাঈল- ইসরাঈলের বংশধর।
বাতিলমিথ্যা, ভিত্তিহীন।
বয়ানবর্ণনা, বার্তা, ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা।
বুহতানঅপবাদ। কারো প্রতি মিথ্যা দোষারোপ করা।
মউতমৃত্যু।
মকরচক্রান্ত, ষড়যন্ত্র।
মদদসাহায্য করা, শক্তিশালী করা।
মসজিদসাজদার স্থান, সালাত আদায়ের স্থান। এক আল্লাহর ইবাদতের স্থান।
মসজিদুল হারামআভিধানিক অর্থ- মহাসম্মানিত মসজিদ। কিন্তু এটি একটি পরিভাষা। এর দ্বারা সেই মসজিদকে বুঝানো হয় যা কাবা ঘরকে কেন্দ্র করে কাবার চারদিকে নির্মাণ করা হয়েছে।
মাইয়্যেতমৃত, মৃত ব্যক্তি।
মাওলাঅভিভাবক, পৃষ্ঠপোষক, সাহায্যকারী। আল্লাহর একটি গুণবাচক নাম।
মাকরূহঅপছন্দনীয়। ঘৃণ্য।
মাগফিরতক্ষমা।
মানাসিকইবাদতের নিয়ম পদ্ধতি।
মান্না সালওয়ামান্না ও সালওয়া ছিলো আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাঈলের জন্যে অবতীর্ণ প্রাকৃতিক খাদ্য। মান্না ছিলো ধনিয়ার বীজের মতো দেখতে। এটা ছিলো মিষ্টিখাদ্য, কুয়াশার মতো মাটিতে পড়ে জমে থাকতো। আর সালওয়া হলো কোয়েল জাতীয় পাখি।
মাবুদপ্রভু, উপাস্য। আল্লাহর একটি সিফত।
মাশাআল্লাহ্আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে।
মাসেহ্মুছে নেয়া। গোসল ও অযুর বিকল্প হিসেবে মুখমন্ডল এবং দুই হাত কুনুই পর্যন্ত পরিচ্ছন্ন মাটি দিয়ে মুছে নেয়া। অযুর ক্ষেত্রে মাথা মুছে নেয়া, মোজার উপর দিয়ে পা মুছে নেয়া।
মিজানওজনের যন্ত্র, পরিমাপ যন্ত্র, দাঁড়িপাল্লা, মাপকাঠি। পরকালে মানুষের পার্থিব জীবনের ভালো মন্দ কর্মকান্ড পরিমাপ করার মানদন্ড।
মিরাস্মালিকানা, ওয়ারিশি।
মিল্লাতধর্ম, আদর্শ, বিশ্বাস।
মিসকিনঅভাবী, দরিদ্র।
মুখলিসনিষ্ঠাবান; তৌহিদবাদী।
মুত্তাকিসৎ, সতর্কব্যক্তি, কর্তব্যপরায়ণ ব্যক্তি, আল্লাহভীরু, নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষার ব্যাপারে সতর্ক ব্যক্তি। নিজেকে মন্দ ও অনিষ্ট থেকে রক্ষায় সচেতন ব্যক্তি। আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগকারী।
মুনাফিকদ্বিমুখী ব্যক্তি। যে নিজেকে মুসলিম বলে প্রকাশ করে, আবার কাফিরদের সাথে এবং কুফুরির সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তি। যার কথায় এবং কাজে মিল নেই।
মুমিনঈমানি দৃষ্টিভংগির ধারক ও বাহক ব্যক্তি।
মুশরিকবহুত্ববাদী। আল্লাহর অংশীদার, সমকক্ষ, সন্তান, স্ত্রী ও পিতা মাতা সাব্যস্তকারী। ত্রিত্ববাদী।
মুসলিমঈমানের সাথে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুম পালনকারী। আল্লাহর আনুগত্য ও বাধ্যতা মেনে নিয়ে জীবন যাপনকারী। আল্লাহর আনুগত্যের জীবন যাপনকারী। আল্লাহ প্রদত্ত বিধানের অনুসারী।
মুসল্লিসালাত আদায়কারী।
মুসাল্লাসালাত আদায়ের স্থান।
মুহাজিরহিজরতকারী, পরিত্যাগকারী, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ঘরবাড়ি ত্যাগকারী, দেশ ত্যাগকারী, জন্মভূমি ত্যাগকারী।
মুবারককল্যাণময়।
মুস্তাহাবপছন্দনীয়, প্রিয়।
যবুরদাউদ আ.-এর প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব।
যাকাতযাকাত অর্থ : সম্পদ পবিত্র ও প্রবৃদ্ধ করা। সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ নির্দিষ্ট প্রাপকদের উদ্দেশ্যে বের করে দেয়া। আভিধানিক অর্থ : সাদা ও শুদ্ধ করা, বৃদ্ধি ও বিকশিত করা।
যালিমঅন্যায়কারী, অবিচারক, সীমালংঘনকারী, অধিকারহরণকারী, নির্যাতনকারী। ন্যায়নীতি লংঘনকারী।
যিকিরআলোচনা করা, স্মরণ করা, উপদেশ ও শিক্ষা গ্রহণ করা, সতর্ক করা, কুরআন তিলাওয়াত করা, সালাত আদায় করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা।
যুলুমঅন্যায়, অবিচার, সীমালংঘন, নির্যাতন, অধিকার হরণ। ন্যায়ের বিপরীত কাজ। শিরক।
রসূলবার্তা বাহক, দূত, মানুষের কাছে আল্লাহর মনোনীত বার্তা বাহক।
রসূলুল্লাহআল্লাহর রসূল, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর দূত। মুহাম্মদ সা.।
রিযিকজীবিকা, জীবনোপকরণ, খাদ্য, জীবন যাপনের প্রয়োজনীয় উপকরণ বা সামগ্রী।
রিবা‘রিবা’ কে বাংলায় বলা হয় সুদ এবং ইংরেজিতে বলা হয় usury এবং interest । পারিভাষিক অর্থে আরবরা ‘রিবা’ বলে এমন বর্ধিত অংকের অর্থ আদায়কে, যা ঋণদাতা ঋণগ্রহিতার নিকট থেকে একটি ধার্যকৃত হারে মূল অর্থের (পুজির) অতিরিক্ত হিসাবে আদায় করে।
রিসালাতরসূল প্রসঙ্গ।
রুকুনত হওয়া, সালাতে রুকু করা। কুরআনের কয়েকটি আয়াত সম্বলিত অংশ।
রূহআত্মা, জীবন, প্রেরণা, জিবরিল।
লওহে মাহফুযসুরক্ষিত ফলক, যাতে আল্লাহর কিতাব লিপিবদ্ধ রয়েছে।
লা-ইলাহা ইল্লাল্লাহআল্লাহ ছাড়া কোনো ইলাহ্ নেই।
লাইলাতুল কদরমর্যাদাপূর্ণ রাত, ফায়সালার রাত, কুরআন নাযিলের রাত।
লোকমানপ্রাচীন আরবের একজন জ্ঞানী ব্যক্তি।
শরিয়ত, শরিয়াবিধি ব্যবস্থা, বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি, আইন কানুন, সীমারেখা।
শয়তানজিন জাতির সদস্য। হযরত আদমকে সাজদা করার ব্যাপারে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়। ইবলিস্।
শহীদসাক্ষী, প্রত্যক্ষ দর্শী, আল্লাহর পথে নিহত ব্যক্তি। সত্যের সাক্ষী।
শাহাদতপ্রত্যক্ষ দর্শন, সাক্ষ্য দেয়া, আল্লাহর পথে নিহত হওয়া।
শাহাদাহসাক্ষ্য, ঈমানের সাক্ষ্য, ঈমান আনার ঘোষণা।
শিরকশিরক হলো তাওহীদের বিপরীত। এর অর্থ বহুত্ববাদ। আল্লাহর অংশীদার সাব্যস্ত করা; কাউকেও বা কোনো কিছুকে আল্লাহর অংশীদার বা সমকক্ষ সাব্যস্ত করা। আল্লাহর স্ত্রী পুত্র সাব্যস্ত করা, ত্রিত্ত্ববাদে বিশ্বাস করা।
সওয়ালপ্রশ্ন, জিজ্ঞাসা। জানতে চাওয়া।
সওয়াবপুরস্কার। প্রতিদান, প্রতিফল।
সহিফাগ্রন্থ, কিতাব, ছোট কিতাব। অতীত রসূলদের প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব।
সাওমরোযা পালন করা, চুপ থাকা।
সাদাকাসদকা, দান, মানতের প্রদেয়, যাকাত।
সাজদাঅবনত হওয়া, সাজদা করা।
সাফা মারওয়াসাফা এবং মারওয়া মক্কার দুটি পাহাড়। সাফা কাবা ঘরের নিকট দক্ষিণ-পূর্ব এবং মারওয়া উত্তর-পূর্ব কোণের দিকে অবস্থিত। পাহাড় দুটি উত্তর দক্ষিণে সোজাসুজি পরস্পর থেকে ৪২০ মিটার দূরত্বে অবস্থিত। ইবরাহিম আলাহিস সালামের স্ত্রী হাজেরা পানির সন্ধানে এ দুটি পাহাড়ের মাঝে সায়ী (দোড়াদৌড়ি) করেছিলেন। তাঁরই স্মৃতি বিজড়িত সেই সায়ী মুসলমানদের জন্যে আল্লাহ পাক কল্যাণের কাজ বলে ঘোষণা দিয়েছেন।
সাবিলিল্লাহ্আল্লাহর পথ। আল্লাহর সন্তুষ্টির পথ।
সাবীপিতৃ পুরুষের ধর্মত্যাগ করে ভিন্ন ধর্ম, কিংবা উন্নততর ধর্ম গ্রহণকারী।
সামুদপ্রাচীন শক্তিশালী জাতি। হুদ আ. -এর জাতি। আল্লাহর রসূলকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন।
সালাতনামায, দোয়া, অনুগ্রহ প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, অনুকম্পা করা, মর্যাদা দান করা।
সালামশান্তি, নিরাপত্তা। ইসলামি সম্বোধন।
সালেহ্সৎ, যোগ্য, শুদ্ধ, পরিশুদ্ধ, মধ্যপন্থী, নিখুঁতভাবে কর্ম সম্পাদনকারী, উন্নত কর্ম সম্পাদনকারী।
সিজ্জীনসিজ্জীনের আভিধানিক অর্থ- কয়েদ খানা। কুরআনে সেই স্থানকে সিজ্জীন বলা হয়েছে, যেখানে পাপীদের তালিকা, তাদের কৃতকর্মের রেকর্ড এবং মৃত্যুর পর তাদের আত্মা সংরক্ষণ করা হয়।
সিরাতুল মুসতাকিমসুদৃঢ় পথ, সরল পথ, সঠিক পথ। আল্লাহর নির্দেশিত পথ, মুক্তির পথ, জান্নাতের পথ।
সুন্নতনিয়ম, নীতি, রীতি, কর্মপদ্ধতি। রসূল সা. -এর কর্মপদ্ধতি বা রীতি। রসূল সা. -এর আদর্শ বা নীতি।
সুবহানাল্লাহসব কিছুর নিখুঁত পরিচালক। ক্রটিমুক্ত পবিত্র মহান আল্লাহ।
সূরাকুরআনের একটি নির্দিষ্ট অধ্যায়।
হজ্জহজ্জ হলো যিলহজ্জ মাসের ৮ থেকে ১৩ তারিখে ইহরাম করে মক্কায় অবস্থিত কাবা ঘর তাওয়াফ, আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, মিনায় অবস্থান, কুরবানি করা, মাথা কামানো বা চুলছাঁটা, সাফা মারওয়ায় সায়ী করা ইত্যাদি বিধিবদ্ধ কার্যক্রম সম্পাদন করা।
হাজিরউপস্থিত, সাক্ষী।
হাবিয়া‘হাবিয়া’ মানে সেই গভীর গর্ত, যেখানে উপর থেকে কিছু পড়ে যায়। পাপীদের শাস্তির জন্যে যে হাবিয়া (গর্ত) হবে, তাতে জ্বলন্ত আগুন প্রচন্ড উত্তপ্ত করে রাখা হবে।
হারামনিষিদ্ধ। পবিত্র, সম্মানিত, মর্যাদাপূর্ণ।
হালাকমৃত্যু, ধ্বংস।
হালালবৈধ। হারাম নয়।
হাশরসমবেত হওয়া, পুনরুত্থানের পর বিচারের জন্য একত্রিত হওয়া বা করা।
হায়াতজীবন।
হিজরতত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ঘরবাড়ি ত্যাগ করা বা দেশ ত্যাগ করা।
হিজাবমুসলিম মহিলাদের দেহ আবৃতকারী শালীন পোশাক।
হিদায়াতআল্লাহর নির্দেশিত পথ, সত্যের পথ। আল্লাহর নির্দেশিত পথ দেখানো, সত্যের পথে পরিচালিত করা।
হুদুদসীমা, আইন, বিধান, দন্ড আইন।
হুরসুন্দরী নারীকুল। হুর শব্দটি ‘হাওরাউন’ শব্দের বহুবচন। হাওরাউন মানে- সুন্দরী নারী।

কুরআনের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশিকা

কোন্ বিষয়টি কুরআনের কোন্ জায়গায় আছে?


অন্তর : কলব দ্রষ্টব্য অনুমতি প্রার্থনা: কারো ঘরে প্রবেশের জন্যে অনুমতি প্রার্থনা ২৪:২৭-২৯।
কক্ষে প্রবেশের জন্যে তিন সময় খাদেম এবং বাচ্চাদেরও অনুমতি নিতে হবে ২৪:৫৮-৫৯।
অপব্যয় : অপব্যয়কারীরা শয়তানের ভাই ১৭:২৬-২৭। অভিবাদন : ইসলামি অভিবাদনের পদ্ধতি ৪:৮৬।
অযু : অযুর বিধান সূরা ৫ : আয়াত ৬। অর্থনৈতিক নির্দেশনা : সমস্ত সম্পদের মালিক আল্লাহ ২:২৮৪। ৭:১২৮। ৪২:১২। ৩০:২৮।
মানুষ সম্পদের মালিক নয় প্রতিনিধি ৬:১৬৫। ৪৩:৩২। ১৭:৩০। ১৬:৭১। ৩৪:৩৯। ২:২৯। ১৪:৩২-৩৪। ৭:১০। ৫৬:৬৩-৬৪।
সম্পদ দুই প্রকার: হালাল ও হারাম ৭:১৫৭। ২:২৭৫। ৪:২৯। ১১:৮৭।
সম্পদ উপার্জনের তাকিদ ৬২:১০। ৬৭:১৫। ২:২৯। ৭:১০,৩২। ৫৬:৬৩-৬৪।
হালাল (বৈধ) সম্পদ উপার্জনের তাকিদ ৫:৮৭-৮৮। ২:১৬৮।
ব্যবসা হালাল ২:২৭৫। ৪:২৯।
সুদী উপার্জন নিষিদ্ধ ২:২৭৫।
সম্পদ চুরি নিষিদ্ধ ৫:৩৮।
আত্মসাত নিষিদ্ধ ৩:১৬১।
জুয়া, ভাগ্যগণনা, লটারি ইত্যাদির উপার্জন নিষিদ্ধ ৫:৯০।
প্রতারণা, জবর দখল ও ক্ষমতাবলে দখল নিষিদ্ধ ২:১৮৮।
এতিমের সম্পদ ভক্ষণ নিষিদ্ধ ৪:১০।
দেহ বিক্রয়ের উপার্জন নিষিদ্ধ ২৪:৩৩। ১৭:৩২।
হারাম পণ্যের ব্যবসা নিষিদ্ধ ৫:৯০।
ওজনে হেরফেরের উপার্জন নিষিদ্ধ ৮৩:১-৩।
ঘুষ ও অন্যায় উপার্জন নিষিদ্ধ ৫:৩৩।
অপব্যয় নিষেধ ৬:১৪১। ৭:৩১।
অপচয় নিষিদ্ধ ১৭:২৬-২৭।
অর্থপূজা নিষিদ্ধ ২৮:৫৮। ১০২:১-৩। ১০৪:১-৩।
কৃপণতা নিষিদ্ধ ৩:১৮০। ৯:৩৪,৭৬। ৯২:৮। ৪৭:৩৮। ৪:৩৭। ৫৭:২৪।
অর্থব্যয়ে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ ১৭:২৯। ২৫:৬৭।
জনকল্যাণে অর্থদানের নির্দেশ ২৮:৭৭। ২:১৭৭। ৪:৩৬-৩৮। ৭৬:৮-৯। ৭০:২৪-২৫। ২:১৯৫। ২:২৭২। ৩৫:২৯-৩০।
অর্থ-সম্পদ আল্লাহর পথে দানের নির্দেশ ২:১৯৫, ২৬১,২৬২,২৬৫। ৮:৬০। ৫৭:১০।
অলি : ঈমানদার নেক লোকদের অলি হলেন আল্লাহ ২:১০৭, ২৫৭। ৩:৬৮। ৯:১১৬। ২৯:২২। ৩২:৪। ৪২:৯,৩১। ৪৫:১৯। ৪:৪৫,১২৩। ৬:১৪,১২৭। ৭:৩,১৫৫। ৩৪:৪১। ৭:১৯৬। ১২:১০১। ২৫:১৮।
মুমিনদের অলি রসূল এবং মুমিনরা ৫:১৫৫। ৩:২৮। ৪:১৪৪। ৮:৭২। ৯:৭১।
কাফিরদের অলি শয়তান ও তাগুত ৭:২৭। ২:৫৭।
আল্লাহ ছাড়া কাউকেও অলি বানাবেনা ৭:৩। ৪২:৬। ৪৬:৩২।
অলি আল্লাহ : অলি আল্লাহ্ কারা? ৯:৭১। ১০:৬২-৬৪।
অসিয়ত : অসিয়তের বিধান ২:১৮০-১৮২।
অসিয়তে সাক্ষী : ৫:১০৬-১০৮।
অহংকার : অহংকার ঈমানের পথে প্রতিবন্ধক ১৬:২২। ৪৬:১০। ১০:৭৫। ৭:১৪৬।
আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না ১৬:২৩।
কোনো সৃষ্টির অহংকার করার অধিকার নেই ৭:১৩।
অহংকার ও অহংকারকারীর পরিণাম ৭:১৩, ৪০-৪১। ১৬:২৯। ৩৯:৭২। ৪০:৩৫,৭৫-৭৬। ৪৬:২০। ৭৪:২৩-২৯।
অহি : আল্লাহ নবীদের সাথে মুখোমুখি কথা বলেননা, অহির মাধ্যমে বলেন ৪২:৫১।
অতীত নবীগণের মতোই মুহাম্মদ সা.-এর প্রতি অহি প্রেরিত হয়েছে ৪:১৬৩। ৩৯:৬৫।
কুরআন অহি করা হয়েছে ৬:১৯। ১৮:২৭। ২৯:৪৫। ৪৩:৪৩।
মুহাম্মদ সা. অহির বাইরে দীনের কোনো নির্দেশনা দেননি ৫৩:৪। ১০:১৫, ১০৯। ২০:১১৪। ৬:৫০, ১০৬। ১৮:১১০। ৩:৪৪। ১২:১০২। ১১:৪৯।
আইউব আ. : তাঁর সংক্ষিপ্ত ইতিহাস ৩৮:৪১-৪৪। ২১:৮৩-৮৪।
আইন ও বিচার : আল্লাহর আইনে বিচার করো ৫:৪৪,৪৫,৪৮। ৩৮:২৬। ৭:৩।
সুবিচার করো ১৬:৯০। ৪:৫৮, ১৩৫। ১৭:৩৩।
আইন ও বিধান সমূহ : ২:১৬৮, ১৭২-১৭৩, ১৭৮-২০৩, ২১৯-২৪১, ২৭৫-২৮৩। ৩:২৮, ১০২-১০৫, ১১৮, ১৩০, ১৩৫। ৪:২-২৫, ২৯-৩৫, ৪৩, ৫৮-৫৯, ৬৪-৬৫, ৮০, ৮৩, ৮৫-৮৬, ৮৯-৯৪, ১০১-১০৩, ১২৭-১৩০, ১৩৫, ১৩৭, ১৪৪, ১৭৬। ৫:১-৬, ৩২-৩৩, ৩৮, ৪২, ৪৮-৪৯, ৫১, ৮৭-৯০, ৯৫-৯৬, ১০৬-১০৮। ৬:১০৮, ১১৮-১২১, ১৪৫, ১৫১-১৫২। ৭:৩, ২৯, ৩১-৩৩, ৫৬, ৮৫-৮৬, ১৫৭, ২০৫,। ৮:২০, ২৪, ৪৫-৪৭। ৯:১৭, ২৪, ৩৬, ১১৩, ১১৯, ১২২। ১০:৫৭, ৫৯, ৬১, ১০০, ১০৬। ১১:২, ৬, ৮৪-৮৬, ১১২-১১৪, ১১৭। ১৬:৯০-৯১, ৯৪-৯৫, ৯৮, ১১৪-১১৬, ১২৬। ১৭:২৩-৩৭, ৭৮, ১১০।
আখিরাত : কিয়ামত এবং আখিরাতের শাস্তির দৃশ্য ৫৬:৪১-৫৬। ৭৮:১৭-৩০। ৮০:৩৩-৩৭, ৪০-৪২। ৮১:১-১৪। ৮৮:১-৭।
আখিরাতের পুরস্কারের দৃশ্য ৫৬:৮-৪০। ৭৬:১২-২২। ৭৮:৩১-৩৬। ৮০:৩৮-৩৯। ৮৩:১৮-২৮। ৮৮:৮-১৬।
আদম আ. : আদম আ.-এর ইতিহাস ২:৩০-৩৫। ৭:১১-২৫। ১৫:২৬-৪১। ১৭:৬১-৬৫।
আদম মাটির সৃষ্টি ৩:৫৯। ৭:১২।
আদম ও হাওয়াকে শয়তানের ধোকা ২:৩৬। ৭:২০-২২।
আদমের সাথে শয়তানের সংঘাত ২০:১১৬-১২৩।
আদমের ক্ষমা প্রার্থনা ও ক্ষমালাভ ২:৩৭। ৭:২৩। ২০:১২২।
জ্ঞানী আদম ২:৩১-৩৩।
আদমের সাথে শয়তানের শত্রুতা ও সংঘাতের ইতিহাস ২:৩৪-৩৯। ৭:১১-২৫। ২০:১১৬-১২৩।
পৃথিবীতে আসার সময় আল্লাহর নির্দেশাবলি ২:৩৮-৩৯।
আনুগত্য : আনুগত্য করতে হবে কার ও কিভাবে? ৪:৫৯, ৬৪-৬৫, ৬৯,৮০। ৮:২০-২৪।
আবু লাহাব : আবু লাহাব আগুনে জ্বলবে সূরা ১১১। আমানত : আমানত হকদারকে পৌঁছে দাও ৪:৫৮।
আমল : জান্নাত লাভের শর্ত হলো ঈমানের সাথে আমলে সালেহ্ ২:২৫, ৮২, ২৭৭। ৩:৫৭। ৪:৫৭, ১২২, ১৭৩। ৫:৯। ১০:৯। ১১:২৩। ১৩:২৯। ১৮:১০৭। ২২:১৪, ২৩, ৫০, ৫৬। ২৯:৯, ৫৮। ৩:১৫। ৩১:৮। ৩২:১৯। ৪১:৮। ৪২:২২। ৪৫:৩০। ৪৭:১২। ৮৫:১১। ৯৮:৭।
ধ্বংস থেকে রক্ষা পাওয়ার উপায় আমলে সালেহ ১০৩:৩।
আমলে সালেহ্ আলোকিত জীবন লাভের উপায় ৬৫:১১।
আমলে সালেহ্ ক্ষমা লাভের শর্ত ৪৮:২৯। ২৯:৭।
আমলে সালেহ করলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করেন ২৪:৫৫।
যারা আমলে সালেহ করে তারা সন্ত্রাসী নয় ৩৮:২৮।
আমল ওজন করা হবে ৭:৮-৯। ১০১:৬-৯। ১৮:১০৫। ২১:৪৭। ২৩:১০২-১০৩।
আমলনামা : আমলনামা কেমন রেকর্ড ১৮:৪৯।
আমলনামা সত্য ও বাস্তব রেকর্ড ২৩:৬২।
অণুপরিমাণ আমলও দেখা যাবে ৯৯:৭-৮।
আমলনামা সত্য কথা বলবে ৪৫:২৯।
আমলনামা ডান হাতে দেয়া হলে সফল ৮৪:৮।
আল্লাহ্ : আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ্ নেই ৩:১৮।
আল্লাহর সন্তান নেই ৫:১৭-১৮।
আল্লাহর গুণাবলি এবং মানুষের প্রতি তাঁর অনুগ্রহরাজি ৬:৯৫-১০৫। ১৩:২-৪। ১৪:৩২-৩৪। ১৬:৪-২১, ৭৮-৮৩। ৩০:১৭-৩০, ৪৬-৫৪।
আল্লাহকে যিকির করার পদ্ধতি ৭:২০৫।
মহাকাশ ও পৃথিবীর সবাই ও সবকিছু তাঁকে সাজদা করে: ১৬:৪৯-৫০। ১৭:৪৪।
আল্লাহর গুণাবলি সীমাহীন ১৮:১০৯। আল্লাহ এক ১১২:১-২।
আল্লাহর একত্বের যুক্তি ২৭:৫৯-৭৫।
পাঁচটি বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর কাছে ৩১:৩৪।
মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন ৩১:২৭-৩৩। ৭৮:৬-১৬। ৫৬:৫৭-৯৬।
আল্লাহর কোনো আত্মীয় এবং সমকক্ষ নেই ১১২ : ৩-৪।
আল্লাহর কোনো উপমা নেই ৩০:২৭। ৪২:১১-১২।
আল্লাহ্ই ইহ্কাল এবং পরকালের মালিক ৫৩:২৫।
আল্লাহর কিতাব : মুমিনরা আল্লাহর সব কিতাবের প্রতি ঈমান আনবে ২:২৮৫, ৪। ৪:১৩৬।
আল্লাহর কিতাব নাযিলের উদ্দেশ্য ২:২১৩। ৩:৩-৪। ৫৭:২৫।
কিতাব আংশিক নয়, পূর্ণ মানতে হবে ২:৮৫।
কিতাবের প্রতি ঈমান রাখে কারা ২:২২১।
আল্লাহর কিতাব গোপন করার পরিণতি ২:১৫৯, ১৭৪।
আল্লাহর সাহায্য : মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব ৩০:৪৭।
আল্লাহ অবশ্যি প্রকৃত মুমিনদের সাহায্য করেন ৪০:৫১।
আল্লাহকে সাহায্য করলে তিনিও সাহায্য করবেন ৪৭:৭। ২২:৪০।
আল্লাহর সাহায্য কখন আসবে ২:২১৪।
তোমরা আল্লাহর সাহায্যকারী হও ৬১:১৪।
আল্লাহর সাহায্য মুমিনদের প্রিয় ৬১:১৩।
আরশ : মহান আরশের মালিক আল্লাহ ৯:১২৯। ২১:২২। ২৩:৮৬-৮৭। ৪০:১৫। ৮৫:১৫।
আল্লাহ আরশের উপর সমাসীন ২৫:৫৯। ৭:৫৪। ১০:৩। ২০:৫। ৫৭:৪।
মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ ছিলো পানির উপর ১১:৭।
কিয়ামতের দিন আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে ৬৯:১৭।
আসহাবুল কাহাফ : প্রকৃত ঘটনাবলি ১৮:৯-২৭
আহযাব যুদ্ধ : এ যুদ্ধের পর্যালোচনা ৩৩:৯-২৫।
আয়াত : আয়াতুল কুরসি ২:২৫৫।
ইউনুস আ. : ইউনুস আ.-এর ঘটনাবলি ২১:৮৭-৮৮। ৩৭:১৩৯-১৪৮।
মাছের পেটে ইউনুস আ. ৩৭:১৪২-১৪৬। ২১:৮৭।
মাছের পেটে ইউনুস আ.-এর প্রার্থনা ৬৮:৪৮। ২১:৮৭-৮৮।
ইউনুসের কওম যখন ঈমান আনে ১০:৯৮।
ইউসুফ : ইউসুফ আ.-এর ইতিহাস ১২:৩-১০৪
ইকামতে দীন : দীন কায়েম করো ৪২:১৩।
দীন বিজয়ী করার জন্যে আল্লাহ তার রসূলকে পাঠিয়েছেন ৯:৩৩। ৪৮:২৮। ৬১:৯।
দীন কায়েমের অর্থ ৩:১০৩, ১০৪, ১১০, ১১৩-১১৪। ২:১৪৩, ১৫১, ১৫৯-১৬০, ১৭৭। ২২:৪১। ৫৭:২৫।
ইদ্দত : তালাক প্রাপ্তার ইদ্দতকাল ২:২২৮।
স্বামীর মৃত্যুর পর ইদ্দতকাল ২:২৩৪।
মাসিক বন্ধ হয়ে যাওয়া নারীর ইদ্দতকাল ৬৫:৪।
মাসিক শুরু হয়নি এমন নারীর ইদ্দতকাল ৬৫:৪।
গর্ভবতীর ইদ্দতকাল ৬৫:৪।
ইদরিস আ. : তাঁর উচ্চ মর্যাদা ১৯:৫৬-৫৭। ২১:৮৫-৮৬।
ইনজিল : ইনজিল নাযিল করা হয় মানুষকে হিদায়াতের উদ্দেশ্যে ৩:৩-৪। ৫:৪৬।
ইনজিল দেয়া হয়েছিল ঈসা আ.-কে ৫৮:২৭।
ইনজিল ও তাওরাতে মুহাম্মদ সা.- এর উল্লেখ ছিলো ৭:১৫৭। ৬১:৬।
ইনজিলে মুহাম্মদ সা.-এর সাথিদের উপমা ৪৮:২৯।
ইনজিল, তাওরাত ও কুরআনে মুমিনদের একই গুণাবলী উল্লেখ ৯:১১১।
ইফ্কের ঘটনা : উম্মুল মুমিনীন আয়েশা রা.-এর প্রতি অপবাদ আরোপের ঘটনা ২৪:১১-২৬।
ইবাদত : মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্যে ৫১:৫৬।
এক আল্লাহর ইবাদতই ‘সিরাতুল মুস্তাকিম’ ৩৬:৬০-৬১।
ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর ১:৪। ২:২১। ৩:৬৪। ৪:৩৬। ৫:৭৬। ৬:১০২। ৭:৫৯, ৬৫, ৮৫। ৯:৩১। ২১:৯২। ২৩:২৩, ৩২। ৪৬:২১। ৫৩:৬২। ৯৮:৫।
ইবরাহিম আ. : ইবরাহিম কিভাবে সত্যে উপনীত হন ৬:৭৪-৮৪।
তাঁর পিতা ও জাতির সাথে বিরোধের কারণ ১৯:৪১-৫০। ২১:৫১-৭৩। ২৬:৬৯-৮৯।
তাঁর কাছে ফেরেশতার আগমন ও সুসংবাদ দান ১৫:৫১-৬০।
মক্কা নগরীতে বসতি স্থাপনের সূচনা ১৪:২৫-৪১।
ইবরাহিম আ.-এর ইতিহাস ৩৭:৮৩-১১৩।
ইবলিস : ইবলিস আদম আ.-কে সাজদা করতে অস্বীকার করে ২:৩৪। ৭:১১। ২০:১১৬। ১৫:৩১-৩২। ১৭:৬১। ১৮:৫০।
ইবলিস অহংকার করে আল্লাহর অবাধ্য হয় ২:৩৪। ১৫:৩২। ৩৮:৭৪-৭৫।
মানুষের উপর জোর খাটানোর শক্তি ইবলিসের নেই ৩৪:২১।
ইলম (জ্ঞান) : জ্ঞানের উৎস মহান আল্লাহ ৪৬:২৩। ৬৭:২৬।
আল্লাহ সর্বজ্ঞানী ৫৯:২২। ৬৫:১২। ৭:৮৯। ৯:৭৮। ৬:৮০। ২:২৬৮। ২৭:৬।
জ্ঞান ও মেধা আল্লাহ প্রদত্ত ২:২৬৮-৬৯। ৯৬:৫।
মানুষের ইলম সীমিত ১৭:৮৫।
জ্ঞানীরা আর অজ্ঞরা সমান নয় ৩৯:৯।
জ্ঞানীরা উচ্চ মর্যাদার অধিকারী ৫৮:১১।
জ্ঞানীরা আল্লাহভীরু হয় ৩৫:২৮।
জ্ঞানীরা ন্যায়বান হয় ৩:১৮।
জ্ঞানীরা শুভ পরিণতির কথা ভাবে ২৮:৮০।
জ্ঞানীরাই বিজ্ঞানী হয় ২৭:৪০।
জ্ঞানীরা সত্য উপলব্ধি করে ২৯:৪৯।
শাসকদের জ্ঞান থাকতে হবে ২:২৪৭।
যে বিষয়ের জ্ঞান নেই তা সমর্থন করোনা ১৭:৩৬।
জ্ঞান বৃদ্ধির দোয়া ২০:১১৪।
জ্ঞানীরাই ঈমান আনে ৩:৭-৯।
জ্ঞানীদের থেকে জ্ঞানার্জন করো ১৬:৪৩।
ইলাহ : আল্লাহ্ই একমাত্র ইলাহ এবং তিনি ছাড়া কোনো ইলাহ্ নেই, তাঁর কোনো শরিক নেই ২:১৬৩, ২৫৫। ৩:২, ৬, ১৮, ৬২। ৪:১৭১। ৫:৭৩। ৬:১৯, ১০২, ১০৬। ৭:৫৯, ৬৫, ৭৩, ৮৫, ১৫৮। ৯:৩১। ১১:১৪, ৫০, ৬১, ৮৪। ২০:৮, ১৪, ৯৮। ২১:২৫, ২৯, ৮৭, ১০৮। ২৩:৯১, ১১৬।
ইসলাম : ইসলাম আল্লাহর দীন ৩:১৯। ৫:৩।
ইসলাম ছাড়া অন্য দীন গ্রহণযোগ্য নয় ৩:৮৫। ৬১:৭।
ইসলাম গ্রহণের জন্যে প্রয়োজন উন্মুক্ত হৃদয় ৬:১২৫। ৩৯:২২।
ইসলাম মানে আত্মসমর্পণ ২:১১২। ৩:৮৩। ৪:১২৫। ৩৭:১০৩। ২:১৩১। ৩:২০। ৪০: ৬৬। ১৬:৮১। ৩১:২২। ৩৯:৪৫।
ইসলামে নারীর মর্যাদা : ২:৮৩, ২২৮, ২৩১, ২৩২, ২৩৩, ২৩৬, ২৩৭, ২৪০, ২৪১, ৪:১, ৪, ৭, ১১, ১৯-২০, ২২-২৫, ৩২, ৩৪, ৩৫। ৩৩:২৯, ৩১-৩৫, ৫৩,৫৮,৫৯। ৪০:৪০। ৬৬:১১-১২। ৯:৭১।
ইসলামি সমাজ: ইসলামি সমাজের আদর্শ রীতিনীতি ৪৯:১১-১২।
কতিপয় গুরুত্বপূর্ণ আদর্শিক ও সামাজিক নীতিমালা: ১৭:২২-৪০
ইসলামি রাষ্ট্র : ইসলামি রাষ্ট্রের কর্মসূচি ২২:৪১। ৫৭:২৫।
ইসহাক আলাইহিস সালাম : কুরআনে তাঁর উল্লেখ,তাঁর জীবনাদর্শ ও চরিত্র বৈশিষ্ট্য ১২:৬, ৩৭-৩৮। ১৪:৩৯-৪০। ২১:৭২। ৩৮:৪৫-৪৮। ৩৭:১১২-১১৩। ৫১:২৮।
ইহ্রাম : ইহ্রাম অবস্থায় শিকার ও জীব হত্যার বিধান ৫:৯৫-৯৬।
ইহ্সান : ইহ্সান করার নির্দেশ ১৬:৯০। ২:১৯৫। ২৮:৭৭। ৫৫:৬০।
যাদের প্রতি সর্বাধিক ইহ্সান করতে হবে ৪:৩৬-৪০। ১৭:২৩। ৪৬:১৫।
ইয়াকুব আ. : তাঁর ইতিহাস, পরিবার ও আদর্শ ২:১৩২-১৪০। ৩:১৮৪। ৪:১৬৩। ৬:৮৪। ১১:৭১। ১২:৩-১০৪। ১৯:৬।
ইয়াজুজ মা’জুজ : কিয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে ২১:৯৬-৯৭।
ইয়াহ্ইয়া আ. : কুরআনে তাঁর জন্ম ও গুণাবলির উল্লেখ ১৯:১-১৫। ২১:৮৯-৯০। ৩:৩৯।
ঈমান : ঈমানের বিষয়বস্তু ২:৩-৫, ১৭৭, ২৮৫। ৪:১৩৬-১৩৭।
ঈমানের পার্থিব সুফল ৭:৯৬। ঈমানের পরীক্ষা দিতে হবে ২:২১৪, ২৯:২-১৩।
ঈমানের ভিত্তিতে চললে সন্তানরা পিতা-মাতার সাথে জান্নাতে থাকবে ৫২:২১, ১৩:২৩।
ঈমান ও আমলে সালেহ্র শুভ পরিণাম ৪:১২২-১২৫।
ঈসা আ. : তাঁকে হত্যাও করা হয়নি ক্রশবিদ্ধও করা হয়নি ৪:১৫৭।
আল্লাহ্ তাঁকে উঠিয়ে নিয়েছেন ৪:১৫৮।
ঈসার প্রতি আল্লাহর অনুগ্রহ ৫:১১০-১১৮।
জন্ম বৃত্তান্ত ও নবুয়্যতি জীবন ৩:৪৮-৬২। ১৯:১৬-৩৭।
উপদেশ ১৯:৩৬।
উসিলা : ভ্রান্ত উসিলা ১৭:৫৬-৫৭।
সঠিক উসিলা আল্লাহর ভয় এবং আল্লাহর পথে জিহাদ ৫:৩৫।
এতিম : তাদের অধিকার এবং তাদের প্রতি কর্তব্য ৪:২-৬, ৮-১০, ১২৭। ১৭:৩৪। ৮৯:১৮। ১০৭-২।
ওযায়ের : কুরআনে তাঁর উল্লেখ ৯:৩০।
ওয়ারিশি : ওয়ারিশি কারা পাবে ৪:৭।
কে কতটুকু পাবে ৪:১১-১৪, ১৭৬।
কদর : কদর রাতের মর্যাদা, সূরা ৯৭।
কবি : মন্দ কবি, ভালো কবি ২৬:২২৪-২২৭।
কলব (অন্তর, হৃদয়) : কলবে সালিম (বিশুদ্ধ প্রশান্ত হৃদয়) ২৬:৮৯, ৩৭:৮৪।
কঠোর হৃদয় ৩:১৫৯, ৩৯:২২, ২২:৫৩, ২:৭৪, ৬:৪৩, ৫৭:১৬।
বিনয়ী হৃদয় ৫০:৩৩।
কুরআন বুঝবে সে, যার কলব (হৃদয়) আছে ৫০:৩৭।
অপরাধী অন্তর ২:২৮৩।
ঈমানের উপর অটল হৃদয় ১৬:১০৬।
গাফিল হৃদয় ১৮:২৮।
রোগাক্রান্ত অন্তর ২:১০। ৩৩:৩২। ৫:৫২। ৯:১২৫। ২২:৫৩। ৩৩:৬০। ৭৪:৩১।
হিদায়াতলাভকারী হৃদয় ৬৪:১১।
হৃদয় প্রশান্তি লাভ করে কিভাবে? ১৩:২৮। ৩:১২৬। ৮:১০।
অন্তরের তাকওয়া ২২:৩২।
অন্তরের অন্ধতা ২২:৪৬।
তালাবদ্ধ অন্তর কুরআন বুঝেনা ৪৭:২৪।
মুমিনদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাযিল করেন ৪৮:৪।
অন্তরের সৌন্দর্য হলো ঈমান ৪৯:৭। ৫৮:২২।
অন্তরের বক্রতা ৩:৭,৮। ৬১:৫।
মৌখিক ঈমান, অন্তরের ঈমান ৫:৪১।
আল্লাহর স্মরণে মুমিনদের হৃদয় কেঁপে উঠে ৮:২। ২২:৩৫। ৫৭:১৬।
কলেমা : কলেমা তাইয়েবা ও কলেমা খবিছার উপমা ১৪:২৪-২৭।
কাবা : কাবার চারপাশ হারাম (মর্যাদাপূর্ণ) ও নিরাপদ ২৯:৬৭।
কাবা আক্রমণের ঘটনা সূরা ১০৫।
কাফ্ফারা : ভুল বশত মুমিন হত্যার কাফ্ফারা ৪:৯২।
কাফ্ফারা হিসেবে সাদাকা ৫:৪৫।
ইহরাম অবস্থায় শিকার করার কাফ্ফারা ৫:৯৫।
যিহারের কাফ্ফারা ৫৮:৩-৪।
কারূণ : অহংকার তাকে এবং তার সম্পদকে দাবিয়ে দিলো: ২৮:৭৬-৮২। ২৯:৩৯।
কিবলা : মসজিদুল হারাম মুসলিমদের কিবলা ২:১১৪, ১৪৯,১৫০।
মুসলিমদের কিবলা কা’বা-মসজিদুল হারাম ২:১৪৪। ১৫০।
কিয়ামত : কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? ৭:১৮৭।
কিয়ামতের দৃশ্য ৫৬:১-৭।
কিসাস : কিসাসের বিধান ২:১৭৮-১৭৯।
কুকুর : কুকুরের চরিত্র ৭:১৭৬।
পাহারাদার কুকুর ১৮:১৮।
শিকারী কুকুর ৫:৪।
কুরআন : কুরআন নাযিল হয়েছে জীবন্ত লোকদের সতর্ক করার উদ্দেশ্যে: ৩৬:৬৯-৭০।
কুরআনের বৈশিষ্ট্য ৩৯:২৩, ২৭-২৮।
কুরআন নাযিল হয়েছে সমগ্র মানবজাতির জন্যে ৩৯:৪১।
কুরআনের অনুসরণ করো ৩৯:৫৫-৫৯।
কুরআন প্রচারে কাফিররা বাধা দেয় ৪১:২৬-২৮।
বিশ্ববাসীর কাছে কুরআনের সত্যতা ক্রমেই স্পষ্ট হবে ৪১:৫৩।
কুরআন কেন আরবি ভাষায় নাযিল করা হয়েছে? ১৪:৪। ৪১:৪৪। ৪২:৭৪৩:৩। ৪৪:৫৮।
কুরআন উম্মুল কিতাবে সংরক্ষিত আছে ৪৩:৪।
কুরআন নাযিলের রাতের মর্যাদা ৪৪:২-৫। ৯৭:১-৫।
কুরআন বুঝার ও মানার জন্যে সহজ ৪৪:৫৮। ৫৪:১৭, ২২, ৩২, ৪০।
কুরআন সঠিক পথের দিশারি ৪৫:১১, ২০।
কুরআন ম্যাজিকও নয়, নবীর রচিত ও নয় ৪৬:৭-৯।
কুরআন নিয়ে চিন্তা গবেষণা করো ৪৭:২৪।
কুরআনের তিলাওয়াত ঈমান বৃদ্ধি করে ৮:২।
কুরআনের সাহায্যে উপদেশ দাও ৫০:৪৫।
তারতিলের সাথে কুরআন পাঠ করো ৭৩:৪।
সর্বপ্রথম অবতীর্ণ পাঁচ আয়াত ৯৬:১-৫।
সর্বশেষ অবতীর্ণ আয়াত ২:২৮১।
কুরআন নাযিলের রাতের মর্যাদা সূরা ৯৭।
কুরআন অনুধাবন করা ৪:৮২।
আয়াত দুই প্রকার ৩:৭।
কাদের জন্যে এবং কী উদ্দেশ্যে নাযিল করা হয়েছে? ২:১৮৫।
কুরআন গোপন করার মন্দ পরিণতি ২:১৪০, ১৫৯-১৬০।
কুরআন কেমন কিতাব? ৬:৯২। ২০:২-৮।
‘তোমরা এর অনুসরণ করো’ ৬:১৫৫-১৫৭।
কুরআন নাযিলের উদ্দেশ্য ৪:১০৫। ৬:২-৩। ১৪:১। ১৬:৬৪।
কুরআন পাঠের আদব ৭:২০৪। ১৬:৯৮।
এটি রচনা করার ক্ষমতা আল্লাহ্ ছাড়া কারো নেই ৯:৩৭-৪০। ১১:১৩-১৪।
কুরআন (আয্ যিকর) হিফাযত করার দায়িত্ব আল্লাহর ১৫:৯।
কুরআন মুমিনদের জন্যে শেফা ও রহমত ১৭:৮২।
কুরআন সঠিক পথ দেখায় ১৭:৯।
কুরআনের শ্রেষ্ঠত্ব ১৭:৮৮-৮৯।
কুরআন আস্তে আস্তে নাযিলের কারণ ১৭:১০৬-১০৭।
কুরআনকে কেন সহজ করা হয়েছে? ১৯:৯৭।
এক কল্যাণময় কিতাব ২১:৫০।
কুরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন রসূলের অভিযোগ ২৫:৩০।
কুরআন একবারে নাযিল হয়নি কেন? ২৫:৩২-৩৩।
কুরআনের সত্যতার যৌক্তিকতা প্রমাণ ২৬:১৯৬-২০১, ২১০-২১২। ২৭:৬। ২৯:৪৭-৫১।
কুরআনে সবকিছুর দৃষ্টান্ত দেয়া হয়েছে ৩০:৫৮।
খতমে নবুয়্যত : মুহাম্মদ সা. শেষ নবী ৩৩:৪০।
ক্ষতিগ্রস্ত : আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক কারা? ১৮:১০৩-১০৬।
গণীমত : গণীমতের মাল কারা পাবে? ৮:৪১।
গীবত : গীবত নিষিদ্ধ ৪৯:১২
গুনাহ্ : কবিরা গুনাহ্ বর্জন করতে পারলে সগিরা গুনাহ্ মাফ ৪: ৩১। ৫৩:৩২।
গুনাহ্ ক্ষমা লাভের উপায় ৪:১১০-১১২। ২:২৫।
গোপন পরামর্শ: ৫৮:৭-১০।
গোসল : গোসল ও অযু ফরয হলে পানির বিকল্প তাইয়াম্মুম ৪:৪৩। ৫:৬।
ঘুষ : ঘুষ নিষিদ্ধ ২:১৮৮।
জান্নাত ও জাহান্নাম : জান্নাতি লোকদের গুনাবলি ৩:১৩২-১৩৬। ২৩:১-১১। ২৫:৬৩-৭৬। ৭৬:৫-১২। ৭০:২২-৩৫। ৩৩:৩৫।
জান্নাতের বিশালত্ব এবং উত্তরাধিকারী ৫৭:২১।
জান্নাত ও জাহান্নামে কারা যাবে ৭৯:৩৭-৪১।
জান্নাত ও জাহান্নামের পার্থক্য ৪৭:১৫।
জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে ২:২১৪।
জিন : একদল জিন নবীর কাছে কুরআন শুনে তাদের জাতির কাছে গিয়ে দাওয়াত দিয়েছিল ৪৬:২৯-৩১। ৭২:১-১৫।
জিনা : জিনার প্রাথমিক বিধান ৪:১৫-১৬।
জিনার দন্ড (অবিবাহিতদের) ২৪:২-৩।
জিনার অপবাদ আরোপকারীর শাস্তি ২৪:৪।
স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে জিনার অভিযোগ উত্থাপন করলে তার বিধান ২৪:৬-৯।
জিবরিল : জিবরিল সম্মানিত ও বিশ্বস্ত বার্তাবাহক ৬৯:৪০। ৮১:১৯-২১।
জিবরিলের অন্যান্য নাম রূহ, রূহুল কুদ্দুস এবং রূহুল আমিন ৭৮:৩৮। ২:৮৭,২৫৩। ৭৯:৪। ৫:১১০। ১৬:২, ১০২। ২৬:১৯৩। ৪০:১৫। ৭০:৪।
জিবরিলের গুণাবলি ৫৩:৫-৬।
জিবরিল কুরআন বহন করে এনেছেন ২:৯৭। ১৬:১০২।
জিবরিল রসুল সা.-এর নিকটবর্তী হন ৫৩:৭-১৪।
রসূল জিবরিলকে তার আসল আকৃতিতে দেখেছেন ৮১:২৩। ৫৩:১৩-১৪।
জিহাদ : জিহাদের গুরুত্ব ও মর্যাদা ৯:১৯-২৪।
জীবন : জীবন সম্পর্কে কালবাদীদের ভ্রান্ত ধারণা ৪৫:২৪।
জীবনের উপমা ৫৭:২০। ১৮:৪৫-৪৬।
জীবন সম্পর্কে কাফিরদের ধারণা ২৩:৩৩-৪১।
জীবিকা : জীবিকা ও জীবনোপকরণ আল্লাহ্ কাউকে বেশি এবং কাউকেও কম দিয়েছেন এবং তার কারণ ৪৩:৩২।
জুমা : জুমার সালাত আদায়ের নির্দেশ ৬:৯-১০।
জুলকিফল আ. : ২১:৮৫। ৩৮:৪৮।
জুয়া : জুয়া সম্পর্কে প্রাথমিক নির্দেশ ২:২১৯।
জুয়াকে হারাম ঘোষণা ৫:৯০।
জুয়া হারাম করার কারণ ৫:৯১।
জোড়া : আল্লাহ্ সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন ৩৬:৩৬। ৪৩:১২। ৫১:৪৯। ৫৩:৪৫। ১৩:৩। ২০:৫৩।
জ্ঞান : প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে ৪৬:২৩।
তাওয়াক্কুল : আল্লাহর উপর তাওয়াক্কুল করা ঈমানের দাবি ৮:২। ১০:৮৪। ২৫:৫৮। ৩৩:৪৮। ৪২: ৩৬।
যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ্ই তাঁর জন্যে যথেষ্ট ৬৫:৩।
তাওয়াক্কুলের সুফল ৭:৮৯। ৮:৬৬। ১০:৭১। ১১:৮৮, ১২৩। ১৩:৩০। ৯:৫১, ১২৯। ১৬:৯৮-৯৯। ৩৯:৩৮। ৪০:২৮, ৪৪, ৫৫। ৪১:৩৬।
তাওবা : আল্লাহ্ তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং অনুগ্রহ বাড়িয়ে দেন ৯:১০৪। ৪২:২৫-২৬।
তাওবার নিয়ম: ৪:১৭-১৮। ৬৬:৮। ২:১৬০।
তাকওয়া : তাকওয়ার সুফল ৮:২৯। ৬৫:২-৫। ৭৮:৩১।
তাযকিয়ায়ে নাফ্স (আত্মশুদ্ধি): ৮৭:১৪। ৯১:৯-১০। ২:১২৯।
তালাক সংক্রান্ত বিধান: তালাক, ইদ্দত, তালাকের ধরন ২:২২৭-২৩২।
তালাক প্রাপ্তার ইদ্দত ৬৫:৪।
যাদের স্বামী মারা যায় তাদের ইদ্দতকাল ২:২৩৪।
স্পর্শের আগেই তালাক দিলে তার বিধান ২:২৩৬-২৩৭।
তালাক প্রাপ্তার খোরপোষ ২:২৪১।
যে তালাক প্রাপ্তার ইদ্দত নেই ৩৩:৪৯।
তালাক দেয়ার পদ্ধতি ৬৫:১-২।
তালাক প্রাপ্তার আবাস ও খোরপোষ ৬৫:৬-৭।
তায়াম্মুম : তায়াম্মুমের বিধান ৪:৪৩। ৫:৬।
দন্ড : হত্যার দন্ড ২:১৭৮-৭৯।
অঙ্গহানি ও আহত করার দন্ড ৫:৪৫।
আল্লাহ ও রসূলের (বিধানের) বিরুদ্ধে যুদ্ধকারীদের দন্ড ৫:৩৩।
দেশে বিশৃংখলা ও অশান্তি সৃষ্টিকারীদের দন্ড ৫:৩৩।
ব্যভিচারী ও ব্যভিচারিণীর দন্ড (অবিবাহিত হলে) ২৪:২-৩।
চুরির দন্ড ৫:৩৮-৩৯।
দাউদ ও সুলাইমান : তাঁদের প্রতি আল্লাহর অনুগ্রহ ৩৪:১০-১৪। ৩৮:১৭-৪০।
দাওয়াত : দাওয়াতের পদ্ধতি ১৬:১২৫-১২৮।
দাওয়াত দানকারীর বৈশিষ্ট্য ৩৩:৪৫-৪৮। ৪১:৩৩-৩৬।
দান : দান লাভের হকদার কারা ২:২১৫। ৪:৩৬।
আল্লাহর পথে দানের মর্যাদা ২:১৭৭। ৫৭:১০-১১, ১৮। ৬৪:১৭-১৮।
দানের মর্যাদা ও দানের হিফাযত ২:২৬১-২৭৪। ৪:৩৬-৪০।
দাম্পত্য জীবন : পুরুষ হবে কর্তা ৪:৩৪।
স্ত্রী অবাধ্য হলে করণীয় ৪:৩৪।
দাম্পত্য কলহ দেখা দিলে করণীয় ৪:৩৫।
স্ত্রী কর্তৃক স্বামীর সাথে আপোস করা ৪:১২৮।
একাধিক স্ত্রী থাকলে কাউকেও ঝুলিয়ে রাখা এবং কারো দিকে পুরোপুরি ঝুঁকে পড়া যাবেনা ৪:১২৯।
স্বামী স্ত্রীর মিলনের নিয়ম পদ্ধতি ২:২২২-২২৩।
ঈলা, ঈলার বিধান ২:২২৬।
যিহারের বিধান ৫৮:১-৪।
দুধপান: বাচ্চাদের বুকের দুধ পান করানোর বিধান ২:২৩৩। ৪৬:১৫-১৭। ৬৫:০৬-০৭।
দুনিয়া ও আখিরাত : তুলনা ২৯:৬৪।
দীন : সব নবীর দীন ছিলো একটাই ৪২:১৩।
দীন-এর মধ্যে মতভেদ সৃষ্টি করা নিষেধ ৪২:১৩-১৪।
দীন পাঠানোর উদ্দেশ্য ৬১:৯। ৪২:১৩।
ইসলামই একমাত্র দীন ৩:১৯। ২:২৩৩। ৪৬:১৫-১৭।
দোয়া : দোয়ার পদ্ধতি ৭:৫৫-৫৬।
আল্লাহ দোয়ায় সাড়া দেন ৪০:৬০। ২:১৮৬। ৩:৩৮। ১৪:৩৯।
নফস: নফসে লাওয়ামাহ ৭৫:২।
নফসে আম্মারা ১২:৫৩।
নফসে মুতমায়িন্নাহ ৮৯:২৭-৩০।
নারী : জাহেলি যুগের নারীর অমর্যাদা ১৬:৫৮-৫৯। ৪৩:১৭। ৮১:৮-৯।
নেকি : নেকি অর্জনের পথ ২:১৭৭।
প্রতিটি নেকির জন্যে দশগুণ পাওয়া যাবে ৬:১৬০।
নেতা : নেতার পাথেয় ৮:৬৪।
আদর্শ নেতার গুণাবলি: ৯:১২৭-১২৮। ২৬:২১৩-২২০। ২৭:৯১-৯২।
জাগতিক নেতার নেতৃত্বে মানুষের হাশর হবে ১৭:৭১। নাসারা (খৃষ্টান) : ঈসা আ.-এর অনুসারীরা ছিলেন মুসলিম এবং আনসারুল্লাহ (আল্লাহর সাহায্যকারী) ৩:৫২।
পরবর্তীতে তারা নাসারা হয় ২:১৩৫। ৫:১৪।
তাদের ত্রীত্ববাদ শিরক এবং কুফুরি ৫:৭৩।
আল্লাহর একত্বের বিশ্বাস থেকে তাদের বিচ্যুতি ৯:৩০-৩১।
তাদের পাদ্রীরা বৈরাগ্যবাদ আবিষ্কার করে ৫৭:২৭।
ঈসা আ. তাদেরকে কী দাওয়াত দিয়েছিলেন ৩:৫১। ১৯:৩৬। ৪৩:৬৪। ৫:১১৭।
প্রথমদিকে তাদের মধ্যে ঈমানদার লোকও ছিলেন ৫:২৭।
মুমিনদের সাথে খৃষ্টানদের সৎ লোকদের আচরণ ৫:৮২।
নূহ আ. : নূহ আ. এর দাওয়াত ও তাঁর কওমের আচরণ : ৭:৫৯-৬৪। ১০:৭১-৭৩। ১১:২৫-৪৯। ২৩:২৩-৩০। ২৬:১০৫-১২২। ৭১:১-২৮।
নৈতিক চরিত্র : মুমিনদের প্রশংসনীয় গুণাবলী ২:১৭৭, ১০৯-১১০। ৯:১১-১২, ৭১। ১৩:২০-২৪। ১৬:৯০। ১৮:২৩-২৪। ২০:৮১-৮২। ২৩:১-১০, ৫৭-৬১। ২৫:৬৩-৭৬। ৩৩:৩৫। ২৮:১৭, ৫৪-৫৫, ৭৭, ৮৩-৮৪। ২৯:৭, ৪৫, ৫৬-৫৯। ৭০:২৩-৩৫। ৭৯:৪০-৪১। ৯১:৯। ৭৩:৭-১১। ৭৪:২-৭। ৭৬:৭-১২। ৮৯:২৭। ৯০:১০-১৮। ৮৭:১৪-১৭। ৯১:৯। ৯২:৫-৭, ১৮-২১। ৯৩:৯-১১। ৯৮:৫। ১০৩:১-৩।
ন্যায়বিচার : ন্যায়বিচার করা ৪:১৩৫। ১৬:৯০।
পোশাক : পোশাক হবে শরীর আচ্ছাদনকারী শোভাবর্ধক ও নৈতিক মান সম্পন্ন ৭:২৬।
নগ্নতা ও উলঙ্গপনা শয়তানি কাজ ৭:২৭।
পোশাক শিল্পের সূচনা ২১:৮০।
জান্নাতের পোশাক ২২:২৩। ৩৫:৩৩।
স্বামী স্ত্রী পরস্পরের পোশাক ২:১৮৭।
পোষ্য পুত্র : পোষ্য পুত্ররা পুত্র নয় ৩৩:৫।
পোষ্য পুত্রের তালাক দেয়া স্ত্রীকে বিয়ে করা বৈধ ৩৩:৩৭।
পৃথিবী : পৃথিবীর সবকিছু কেন সৃষ্টি করা হয়েছে ১৮:৭-৮।
পৃথিবীর উত্তরাধিকারী হবে নেক লোকেরা ২১:১০৫।
পৃথিবী বিপর্যস্ত হবার কারণ মানুষের অপকর্ম ৩০:৪১।
হাশর ও বিচার অনুষ্ঠিত হবে পরিবর্তিত পৃথিবীতে ১৪:৪৮-৫১।
ফাসিক : ফাসিকি মানে অবাধ্যতা ও সীমালংঘন ১৭:১৬। ৪৬:২০। ৬:৪৯। ৭:১৬৫। ২:৫৯।
ফাসিকদের বৈশিষ্ট্য ২:২৬-২৭।
যারা আল্লাহর আয়াত অস্বীকার করে ২:৯৯।
যারা মিথ্যা সংবাদ প্রচার করে ৪৯:৬।
যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করেনা ৫:৪৭।
মুনাফিকরা ফাসিক ৯:৬৭।
ফাসিক সাক্ষী হতে পারবেনা ২৪:৪।
আল্লাহ মুমিনদের জন্যে ফাসিকি পছন্দ করেননা ৪৯:৭।
ফেরাউন : কুরআনে তার উল্লেখ হয়েছে ৭৪ বার।
মূসা আ.-এর সাথে ফেরাউনের সংঘাত ৭:১০৩-১৪১। ১০:৭৫-৯২। ১১:৯৬-৯৯। ১৭: ১০১-১০৩। ২০:২৪-৭৯। ২৬:১০-৬৭। ২৮:৩-৪২। ৪০:২৩-৫০।
ফেরেশতা : ফেরেশতারা আল্লাহর দাস ৪৩:১৯।
তারা নারীও নয়, পুরুষও নয় ৪৩:১৯।
তারা আল্লাহর তসবীহ করছে ১৩:১৩। ৪০:৭। ৪১:৩৮। ৪২:৫।
তারা অহি বহন করে ১৬:২। ২২:৭৫। ৪২:৫১।
তারা নিঁখুতভাবে আল্লাহর নির্দেশ পালন করে ১৬:৫০। ৬৬:৬।
তারা আল্লাহর ভয়ে ভীত থাকে ১৬:৫০।
তারা জান কবজ করে ৪:৯৭। ৬:৬১। ৭:৩৭। ৮:৫০।
বদর যুদ্ধ : বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা ৮:৫-৭৫।
বন্ধু ও শত্রু : অসৎ বন্ধু গ্রহণের ভয়াবহ পরিণতি ২৫:২৬-২৯। ৩:২৮।
মুত্তাকিরা ছাড়া দুনিয়ার সব বন্ধু পরকালে শত্রু হয়ে যাবে ৪৩:৬৭-৮২।
শত্রুদের সাথে দ্বন্দ্ব সংঘাতে সাফল্য অর্জনের উপায় ৮:৪৫-৪৬।
বরযখ : বরযখ জীবনের দলিল ২৩:১০০।
বায়াত : হুদাইবিয়ায় সাহাবীগণের বায়াতে রিদওয়ান ৪৮:১০,১৮।
বিধবা : স্বামীর মৃত্যুর কারণে বিধবা হলে তার প্রসঙ্গ ২:২৪০।
বিয়ে : যাদের বিয়ে করা নিষিদ্ধ ২:২২১। ৪:২২-২৪।
বিয়ের প্রস্তাব প্রসঙ্গ ২:২৩৪-২৩৫।
বিয়ের সংখ্যা ৪:৩।
মোহরানা ৪:৪।
নবীর জন্যে চার-এর অধিক বিয়ে বৈধ ৩৩:৫০-৫১।
বোঝা : কেউ কারো পাপের বোঝা বইবেনা ৩৫:১৮। ৫৩:৩৮।
মক্কা : কুরআনে মক্কার উল্লেখ ৪৮:২৪।
মক্কার পূর্বের নাম ছিলো বক্কা ৩:৯৬।
মজলিস : মজলিসের আদব ২৪:৬২। ৫৮:১১।
মন্দ চরিত্র : ১৩:২৫। ২৪:১৯। ২:৮-২০, ৮৪-৮৫, ৮৬, ৯৩, ৯৬, ১০১, ১১৪, ১৩৯, ১৫৯, ১৭৪-১৭৫, ২১২। ৯:৩১-৩২, ৬৭, ৮১। ৬৯:২৫-৩৭। ৭৪:৪১-৫৩। ৭৫:৩১-৩২। ৭৯:৩৭-৩৯। ৮৩:১-৬। ৮৪:১০-১৫। ৮৫:৪-১০। ৮৭:১৬-১৭। ৮৯:১৫-২০। ৯১:১০।
মরিয়ম : জন্ম ও প্রতিপালন ৩:৩৫-৩৭, ৪২-৪৪।
মরিয়মের পুত্র জন্মদান ১৯:১৬-৩৪।
মরিয়ম মুমিনদের আদর্শ ৬৬:১১-১২।
মসজিদ : মসজিদের তত্ত্বাবধান করবে কারা? ৯:১৮।
মসজিদুল হারাম মুসলিমদের কিবলা ২:১১৪, ১৪৯,১৫০।
মসিবত : মসিবত আসে মানুষের কর্মের ফলে ৪২:৩০।
মসিবত পূর্বলিখিত এবং মসিবত দেয়ার কারণ ৫৭:২২-২৩। ৬৪:১১।
মহাকাশ ও মহাবিশ্ব : মহাকাশ বিজ্ঞান ৩৬:৩৭-৪০।
আল্লাহ্ মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করেছেন ৪১:৯-১২। ৬৭:৩-৫।
মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ৫১:৪৭।
আল্লাহর মহাবিশ্ব পরিচালন পদ্ধতি ৬৫:১২।
সাত আকাশ ও তাদের দায়িত্ব বন্টন ৪১:১২।
মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়কালে ১১:৭।
মহাবিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হয়? ২১:৩০-৩৩। ২৫:৬১-৬২।
মহাবিশ্ব আল্লাহর কর্তৃত্বাধীন ২:২৫৫। ৫:১৭।
মহাবিশ্বের সবাই এবং সবকিছু আল্লাহর অনুগত ৩:৮৩।
মা : সন্তানের জন্যে মায়ের কষ্ট: ৩১:১৪। ৪৬:১৫-১৭।
মা-বাবা : মা-বাবার সাথে কেমন আচরণ করবে ৪:৩৬। ৩১:১৪। ৪৬:১৫। ১৭:২৩-২৪।
মান্না সালওয়া : মান্না সালওয়া ছিলো পবিত্র খাদ্য ২:৫৭। ২০:৮০-৮১।
মানুষ : মানুষ সৃষ্টির উপাদান: ৬:২। ২২:৫। ২৩:১২-১৬। ৪০:৬৭-৬৮। ৭৬:২। ৭৭:২০-২৩।
মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ ২৩:১৭-২২।
সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী ৩৫:১৫-১৭।
মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য ৫১:৫৬।
সুন্দরতম সৃষ্টি ৯৫:৪-৫।
ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় ১০৩:১-৩।
মানুষের মাঝে মর্যাদার ভিত্তি ৪৯:১৩।
মানুষের সাথে শয়তানের চিরন্তন শত্রুতা ৭:১১-৩০। ১৫:২৬-৫০।
পৃথিবীতে মানুষ সৃষ্টির ইতিহাস ২:৩০-৩৯। ৭:১০-৩৬।
মুত্তাকি : মুত্তাকিদের মৃত্যুকালীন অবস্থা ১৬:৩০-৩২।
মুত্তাকিদের বৈশিষ্ট্য ৫১:১৫-১৯।
মুত্তাকিরা সাফল্যের স্থানে পৌছে যাবে ৭৮:৩১-৩৬।
মুনাফিকি : মুনাফিকদের চরিত্র, বৈশিষ্ট্য ও পরিণতি ২:৮-২০। ৪:১৩৮-১৪৫।
মুনাফিকদের মুক্তির উপায় ৪:১৪৬-১৪৭। ৬১:২-৩। ৬৩:১-৮।
মুনাফিক পুরুষ নারী এবং তাদের কর্মনীতি ৯:৬৭-৬৮,৭৩-৮৭।
মুসলিম : মুসলিম নামকরণ করেছেন আল্লাহ ২২:৭৮।
ইবরাহিম আ. ছিলেন মুসলিম ২:১২৮। ৩:৬৭।
নবীগণ এবং তাদের অনুসারীরা মুসলিম ৩:৫২, ৬৪, ৮০, ৮৪। ২:১৩২, ১৩৩, ১৩৬। ১২:১০১। ৫:১১১। ২৯:৪৬।
জিনদের মধ্যেও মুসলিম রয়েছে ৭২:১৪।
মুসলিমদের জন্যে সুসংবাদ ১৬:৮৯। ৩৩:৩৫। ৪১:৩৩। ৪৩:৬৯। ৬৮:৩৫।
মুসলিম হয়ে মৃত্যুর নির্দেশ এবং প্রার্থনা ২:১৩২। ৩:১০২। ১২:১০১। ৭:১২৬।
মুসলিমের মৃত্যু দিও ১২:১০১। ৭:১২৬।
আমি প্রথম মুসলিম ৬:১৬৩।
মুসলিম হবার নির্দেশ ১০:৭২। ২৭:৯১। ৩৯:১২।
সর্বোত্তম কথা: ‘আমি মুসলিম’ ৪১:৩৩।
মুসলিম নারী পুরুষের পুরস্কার ৩৩:৩৫।
মুহাম্মদ সা. : তাঁকে পাঠানোর উদ্দেশ্য ৯:৩৩। ৪৮:২৮। ৬১:৯।
তিনি একজন রসূল, তাঁর মৃত্যু হবে ৩:১৪৪-১৪৫। ৩৯:৩০।
তাঁর চরিত্র বৈশিষ্ট্য ৩:১৫৯।
নবুয়্যতি মিশনের কর্মসূচি ২:১৫১। ৩:১৬৪। ৬২:২। ৩৩:৪৫-৪৮।
মুহাম্মদ সা. সর্বশেষ নবী ৩৩:৪০।
মুহাম্মদ সা. বিশ্বনবী ৩৪:২৮।
মুহাম্মদ আল্লাহর দাস ৭২:১৯।
মুহাম্মদ সা. শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ৬৮:২-৪।
মুমিন : প্রকৃত মুমিনদের গুণাবলি ৮:২-৪। ৭৪-৭৫। ৪২:৩৬-৪৩। ৫৮:২২।
তাদের প্রতি আল্লাহর সাহায্য এবং আশ্রয় দান ৮:২৬।
মুমিন পুরুষ নারী এবং তাদের কর্মনীতি ৯:৭১-৭২।
মুমিনদের বৈশিষ্ট্য ও গুণাবলি ৯:১১১-১১২, ১১৯। ১৩:১৯-২৪।
মুমিনদের অর্জনীয় গুণাবলি ১৬:৯০-৯৮।
মুমিনদের সাফল্য অর্জনের গুণাবলি ২৩:১-১১, ৯৬। ২৫:৬৩-৭৬। ৩৩:৭০-৭১।
মুমিনদের বৈশিষ্ট্য ও পুরস্কার ৩২:১৫-১৯।
মুমিনদের গুণাবলি ও কর্তব্য ৩৩:৩৫-৩৬।
নিরপরাধ মুমিনদের কষ্ট দেয়া পাপ ৩৩:৫৮।
ফেরাউন পারিষদের এক বীর মুমিন ৪০:২৮-৪৫।
আল্লাহ্ দুনিয়া এবং আখিরাতে মুমিনদের সাহায্য করবেন ৪০:৫১-৫২। ৫৭:৪-৬।
মুমিনদের মধ্যকার বিরোধ মীমাংসা ৪৯:৯-১০।
মুমিনরা পরস্পর ভাই ভাই ৪৯:১০।
প্রকৃত মুমিন ৪৯:১৫। ৮:২-৪।
মুমিনদের মৃত্যুকালীন সুখবর ১৬:৩২। ৪১:৩০-৩২। ৮৯:২৭-৩০।
মুমিনরা কিয়ামতের দিন নূর লাভ করবে ৫৭:১২-১৭।
মুমিন নারীদের জন্যে উপমা ৬৬:১১-১২।
মুমিন ও কাফির : তাদের পরিণাম পরিণতি ও উপমা ১১:১৯-২৪।
মুশরিক : তাদের দেবদেবীকে গালি দিওনা ৬:১০৮।
মুশরিকদের বিয়ে করোনা ২:২১১।
মুশরিকরা অপবিত্র ৯:২৮।
ঈমানদার হয়েও অনেকে মুশরিক ১২:১০৬।
মুসল্লি : মুসল্লিদের বৈশিষ্ট্য ৭০:২২-৩৫।
মূসা আ. : মূসা আ.-এর দাওয়াত ও ফেরাউনের বাধার ইতিহাস : ৭:১০৩-১৩৬। ১০:৭৫-৯২। ২০:৯-৭৯। ২৬:১০-৬৮। ২৭:৭-১৪। ২৮:৩-৪৬। ৪০:২৩-২৭।
মূসা ও তাঁর জ্ঞানী সাথি ১৮:৬০-৮২।
মৃত্যু : প্রত্যেকের মৃত্যু অবধারিত ৩:১৮৫। ২৯:৫৭। ২১:৩৫।
মৃত্যু থেকে রক্ষা পাবেনা কেউ ৪:৭৮। ৬২:৮।
মালাকুল মউত জান কবজ করে ৩২:১১।
মৃত্যু যন্ত্রণা ৫০:১৯।
মৃত্যু ও জীবন সৃষ্টির উদ্দেশ্য ৬৭:২।
মে’রাজ : মুহাম্মদ সা.-কে রাত্রে ভ্রমন করানো হয়েছে ১৭:১।
মৌমাছি : মধুমাছি বাসা বানায় ১৬:৬৮।
মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ১৬:৬৯।
মধু বের হয় মৌমাছির পেট থেকে ১৬:৬৯।
মধুতে রয়েছে মানুষের জন্যে নিরাময় ১৬:৬৯।
যাকাত : যাকাত (সাদাকা) কারা পাবে ৯:৬০।
যাকাত অর্থনৈতিক পবিত্রতা ও সমৃদ্ধি দান করে ৯:১০৩-১০৪।
যাকারিয়া : তাঁর পুত্র ইয়াহিয়ার জন্ম কথা ১৯:২-১৫।
যালিম : যালিমদের মৃত্যুকালীন অবস্থা ১৬:২৮-২৯।
যুদ্ধ : বদর যুদ্ধের পর্যালোচনা ৮:৫-১৯।
উহুদ যুদ্ধের পর্যালোচনা ৩ : ১২১-২০০।
তবুক যুদ্ধের পর্যালোচনা ৯ : ৮১-১২৯।
যুলকারনাইন : যুলকারনাইনের ইতিহাস ১৮:৮৩-৯৮।
রসূল : প্রত্যেক জাতির কাছেই রসূল এসেছিল ৯:৪৭, ১৬:৩৬।
রসূল মুহাম্মদ সা. ছিলেন একজন মানুষ ১৮:১১০। ৪১:৬।
রসূলুল্লাহ্র মধ্যে মুমিনদের জন্যে রয়েছে উত্তম আদর্শ ৩৩:২১।
তাঁর স্ত্রীগণের শ্রেষ্ঠত্ব ৩৩:৩২-৩৪।
রসূল মরণশীল অন্য লোকদের মতোই ৩৯:৩০-৩১।
সব রসূলের কথা কুরআনে উল্লেখ করা হয়নি ৪০:৭৮।
রসূলের দায়িত্ব ও কর্তব্য ৪৮:৮-৯।
রসূলের প্রটোকল ৪৯:১-৫।
রসূল সা. মনগড়া কথা বলেননি ৫৩:২-১৮।
রসূল ও কিতাব পাঠানোর উদ্দেশ্য ৫৭:২৫।
রাষ্ট্র ও সরকার : সরকারের উদ্দেশ্য ও কর্মসূচি ১৬:৯০। ৩৮:২৬। ৫:৪৪,৪৮। ২২:৪১। ৫৭:২৫।
আল্লাহর অনুগত সরকারের আনুগত্য ৪:৫৯।
জনমতের গুরুত্ব ৪২:৩৮। ৩:১৫৯।
আদর্শ প্রতিষ্ঠা ৪২:১৩। ৪৮:২৮। ২৪:৫৫। ১১০:১-২।
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ২৬:১৫০-৫২।
রূহ : রূহ কী? ১৭:৮৫।
রেকর্ড : ছোট বড় সবকিছু রেকর্ড করা হয় ৫৪:৫৩।
লুত আ. : লুত আ. এর দাওয়াত ও তাঁর কওমের আচরণ ৭:৮০-৮৪। ১১:৭৭-৮৩। ১৫:৬১-৭৭। ২৬:১৬০-১৭৫। ২৭:৫৪-৫৮
লেনদেন : ঋণ ও লেনদেনের সঠিক পদ্ধতি ২:২৮২-২৮৩।
লোকমান : ছেলের প্রতি লোকমান হাকিমের উপদেশ ৩১:১২-১৯।
লোহা : ৫৭:২৫।
শপথ : শপথের কাফফারা ৫:৮৯।
শয়তান : সে মানুষকে কিসের নির্দেশ দেয় ? ২:২৬৮-২৬৯।
শয়তান ও মানুষের চিরন্তন দ্বন্দ্ব ১৭:৬১-৬৫।
শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে করণীয় ৭:২০০-২০১।
কিয়ামতের দিন বিচারের পর শয়তানের বক্তৃতা ১৪:২২।
শিরক : শিরকের পাপের ক্ষমা নেই ৪:৪৮।
শিরক মহাযুলুম ৩১:১৩।
ইবাদতে শিরক করোনা ৪:৩৬।
শহীদ : শহীদরা জীবিত ২:১৫৪। ৩:১৬৯।
শহীদরা ক্ষমাপ্রাপ্ত হন ৩:১৫৭।
শাফায়াত : আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবেনা ২:২৫৫। ২০:১০৯। ২১:২৮। ৯৮:৩৯।
শিক্ষা : পড়ো ৯৬:১।
পড়া আরম্ভ করো মহান স্রষ্টা আল্লাহর নামে ৯৬:১।
রসূলের অন্যতম দায়িত্ব ছিলো শিক্ষাদান ২:১২৯, ১৫১। ৩:১৬৪। ৬২:২।
প্রথম মানুষকে শিক্ষিত করেই পাঠানো হয়েছে ২:৩১।
মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ ৯৬:৫।
লেখা শিখিয়েছেন আল্লাহ ৯৬:৪।
পড়তে শিখিয়েছেন আল্লাহ ৫৫:২।
কথা বলতে শিখিয়েছেন আল্লাহ ৫৫:৪।
দীনি শিক্ষা অর্জন করা জরুরি ৯:১২২।
প্রকৃত জ্ঞানীর নিকট শিক্ষা অর্জন করো ১৮:৬৬।
শেখার জন্যে প্রয়োজন ধৈর্য ও আনুগত্য ১৮:৬৯।
শিক্ষার্জন পদ্ধতি ৭৫:১৮। ৩৮:২৯। ৭:২০৪। ১৬:৪৩। ২৭:৯৮।
শিক্ষাদান পদ্ধতি ৮৭:৮৯। ৩৩:৪৫-৪৬। ১৭:১০৬।
শিক্ষার উদ্দেশ্য ৯:১২২। ৩:৭৯। ৩:২৮। ৭৬:২৫। ২৮:৮০।
শুয়াইব আ. : শুয়াইব আ.-এর দাওয়াত ও তাঁর কওমের আচরণ: ৭:৮৫-৯৩। ১১:৮৪-৯৫। ২৬:১৭৬-১৯১।
শূরা : ৪২:৩৮।
শোকর : ২৭:১৯, ৪০। ১৪:৭। ৪৬:১৫। ৩৯:৭। ৩১:১২। ২:১৫২, ১৭২। ১৬:১১৪। ২৯:১৭। ৪:১৪৭। ২১:৮০। ৩:১৪৪-১৪৫। ৬:৫৩। ৩৯:৬৬।
সবর : ২:৪৫, ১৫৩, ২৫০, ১৫৫, ১৭৭, ২৪৯। ১৬:১২৭। ১৮:২৮। ৩৮:১৭। ৩:২০০। ৮:৪৬। ৩৯:১০। ৪৭:৩১। ১২:১৮, ৮৩।
সম্পদ ও সন্তান: সম্পদ ও সন্তান পরীক্ষার বিষয় ৮:২৮। ৬৪:১৫। ৩:১৪-১৫। ৬৩:৯।
সংবাদ : ফাসিকের সংবাদ ৪৯:৬।
সাক্ষ্য : ন্যায্য সাক্ষ্য দেবে ৫:৮। ২:২৮২।
সার্বভৌমত্ব : সার্বভৌম কর্তৃত্ব আল্লাহর ২:২৫৫,২২৯। ৩:২৬, ১৮০, ১৮৯। ৬৭:১। ৩:৬২। ৪:১২৬। ৫:১৭, ১৬০। ২৩:১১৬। ৬:৫৭। ১২:৪০, ৬৭। ৬:৬২। ১১:১২৩। ১৩:১৫। ৩১:২৬। ৪৫:২৭, ৩৬। ৪২:৪৯। ৪৮:১৪। ৫৭:৫, ১০।
সালাত : সময় মতো সালাত আদায় করা ফরয ৪:১০৩।
সালাতের সময় ১৭:৭৮।
সালাত সৎ মানুষ বানায় ২৯:৪৫।
সালাত (দরূদ) : নবীর প্রতি সালাত প্রেরণের নির্দেশ ৩৩:৫৬।
সালাম : মুসলিমদের সম্বোধন পদ্ধতি হলো সালাম ৬:৫৪।
সালামের জবাবও হবে সালাম ৪:৮৬।
সালামের জবাব হতে হবে অধিকতর উত্তম ৪:৮৬।
অমুসলিমদেরকেও সালাম বলেই সম্বোধন করবে ১৯:৪৬-৪৭।
অপরিচিতদের মধ্যেও সালাম বিনিময় করবে ৫১:২৫।
কারো ঘরে প্রবেশ করতে চাইলে সালাম বলবে ২৪:২৭।
জান্নাতের সম্বোধনও হবে সালাম ৩৩:৪৪। ৭:৪৬। ১০:১০। ১৩:২৪। ১৬:৩২। ৫০:৩৪। ১৪:২৩। ২৫:৭৫। ৩৯:৭৩।
সালেহ্ আ. : সালেহ্ আ. এর দাওয়াত ও তাঁর কওমের আচরণ ৭:৭৩-৭৯। ১১:৬১-৬৮। ২৬:১৪১-১৫৯। ২৭:৪৫-৫৩।
সিয়াম : সিয়ামের বিধান ২:১৮৩-১৮৭।
সুদ : সুদ হারাম, সুদের অপকারিতা ২:২৭৫-২৮০। ৩০:৩৯।
সুদ সংক্রান্ত প্রাথমিক নির্দেশনা ৩:১৩০-১৩২।
সুবিচার : সুবিচারের নির্দেশ ১৬:৯০।
সুবিচার থেকে বিচ্যুত হয়োনা ৫:৮
সুলাইমান : সুলাইমান ও রাণী বিলকিসের ঘটনা ২৭:১৫-৪৪।
হত্যা : ভুলবশত কোনো মুমিনকে হত্যা করলে তার বিধান ৪:৯২।
ইচ্ছাকৃত কোনো মুমিন হত্যা করার শাস্তি ৪:৯৩
হজ্জ : হজ্জের সূচনা কখন এবং কিভাবে হয় ২২:২৬-৩৭।
হজ্জের বিধান ২:১৯৬-২০৩
হালাল হারাম : কি কি হালাল ৫:৪-৫।
হালাল ও হারাম : ৭:৩২-৩৩।
কি কি হারাম করা হয়েছে?: ৬:১৫১-১৫৩। ১৬:১১৪-১১৬। ২:১৭৩। ৫:৩, ৯০-৯১।
হারাম উপার্জন ৪:২৯।
হায়াত মউত : দুটোই আল্লাহর হাতে ৫৩:৪৪।
কাফিরদের মউতের সময়কার অবস্থা ৪৭:২৭-২৮। ৮:৫০-৫১। ১৬:২৮-২৯।
মউত নিশ্চিত এবং সময় মতো আসবেই ৪:৭৮।
হিজাব : হিজাবের কিছু বিধান ৩৩:৫৩-৫৪, ৫৯।
হিজাবের বিস্তারিত বিধান ২৪:২৭-৩১, ৫৮-৬০।
হুদ আ. : হুদ আ.-এর দাওয়াত ও তাঁর কওমের আচরণ ৭:৬৫-৭২। ১১:৫০-৬০। ২৬:১২৩-১৪০।

কুরআন তিলাওয়াতের আদব

কুরআন তিলাওয়াত করা তথা কুরআন পড়া, কুরআন অধ্যয়ন করা, কুরআনের কথা শুনা এবং কুরআন বুঝার ক্ষেত্রে নিম্নোক্ত আদব মেনে চলা আবশ্যক :

এক. শয়তানের ধোকা প্রতারণা থেকে আল্লাহর আশ্রয় চেয়ে আরম্ভ করুন। মহান আল্লাহ বলেন: ‘যখন তুমি কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে নাও।’ (সূরা ১৬ আন নহল : আয়াত ৯৮) সূতরাং, কুরআন পাঠ করার শুরুতে বলুন: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ ‘আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে।’

দুই. দয়াময় সৃষ্টিকর্তা মহান আল্লাহর নামে আরম্ভ করুন। মহান আল্লাহ বলেন: ‘পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।’ (সূরা ৯৬ আলাক : আয়াত ১) সুতরাং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে কুরআন পড়া আরম্ভ করুন।

তিন. পূর্ণ মনোযোগী হয়ে কুরআন তিলাওয়াত করুন। মহান আল্লাহ বলেন: ‘যখন কুরআন পাঠ করা হয় তখন মনোযোগের সাথে শুনবে এবং নিরবতা অবলম্বন করবে, যাতে করে তোমরা রহমত লাভ করো।’ (সূরা ৭ আরাফ : আয়াত ২০৪)

চার. তারতিলের সাথে বুঝে বুঝে ভাব প্রকাশ করে পাঠ করুন। মহান আল্লাহ বলেন: ‘ধীরস্থিরভাবে বুঝে বুঝে ভাব প্রকাশের ভঙ্গিতে কুরআন পাঠ করো।’ (সূরা ৭৩ মুয্যাম্মিল : আয়াত ৪)

পাঁচ. কুরআনের মর্ম উপলব্ধি করে এবং চিন্তাভাবনা করে কুরআন পাঠ করুন।

ছয়. চিন্তাভাবনা করার এবং উপদেশ গ্রহণ করার সংকল্প নিয়ে পাঠ করুন। মহান আল্লাহ বলেন: ‘আমরা তোমার প্রতি নাযিল করেছি এক কল্যাণময় কিতাব, যাতে করে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনা করে এবং বিবেক-বুদ্ধি সম্পন্ন লোকেরা যেনো তা থেকে উপদেশ গ্রহণ করে।’ (সূরা ৩৮ সোয়াদ : আয়াত ২৯)

সাত. অনুসরণ ও মেনে চলার সংকল্প নিয়ে পাঠ করুন। মহান আল্লাহ বলেন: ‘আমরা অবতীর্ণ করেছি এক কল্যাণময় কিতাব, সুতরাং তোমরা এর অনুসরণ করো।’ (সূরা ৬ আনআম: আয়াত ১৫৫)

আট. অল্প অল্প করে অধ্যয়ন করুন এবং শিক্ষাদান করুন। মহান আল্লাহ বলেন: ‘এ কুরআন আমরা অল্প অল্প করে নাযিল করেছি, যাতে করে তুমি তা মানুষকে পাঠ দিতে পারো বিরতি দিয়ে দিয়ে। এ উদ্দেশ্যে আমরা এটাকে পর্যায়ক্রমে নাযিল করেছি।’ (সূরা ১৭ ইসরা : আয়াত ১০৬)

নয়. পাঠকালে হৃদয় বিগলিত হওয়া এবং হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হওয়া দরকার। কুরআন বলছে: ‘ঈমানদারদের কি এখনো হৃদয় বিগলিত হবার সময় হয়নি আল্লাহর স্মরণে এবং তিনি যে সত্য নাযিল করেছেন তার পাঠে?’ (সূরা ৫৭ আল হাদিদ: আয়াত ১৬)

দশ. কুরআন অধ্যয়ন ও অনুধাবনের মাধ্যমে ঈমান তাজা করুন। আল্লাহ তায়ালা বলেন: ‘আর যখন তাদের প্রতি তিলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, তখন তা বৃদ্ধি করে দেয় তাদের ঈমান।’ (সূরা ৮ আনফাল : আয়াত ২)

এগারো. দয়াময় প্রভুর দরবারে কালামে পাকের জ্ঞান বৃদ্ধির জন্যে দোয়া করুন: رَبِّ زِدْنِىْ عِلْمًا : ‘‘প্রভু! আমাকে জ্ঞানের উন্নতি দান করো।’’

Contents

ChapterChapter NameNote
1আল ফাতিহা View note
2আল বাকারা (গাভি) View note
3আলে ইমরান (ইমরানের বংশধর) View note
4আন নিসা (নারী) View note
5আল মায়েদা (দস্তরখান) View note
6আল আন’আম (গবাদি পশু) View note
7আল আ’রাফ View note
8আল আনফাল (গণিমতের মাল) View note
9আত তাওবা View note
10ইউনুস View note
11হুদ View note
12ইউসুফ View note
13আর রা’দ (মেঘের গর্জন) View note
14ইবরাহিম View note
15আল হিজর View note
16আন নহল (মৌমাছি) View note
17ইসরা (রাত্রি ভ্রমণ) View note
18আল কাহাফ (গুহা) View note
19মরিয়ম View note
20তোয়াহা View note
21আল আম্বিয়া (নবীগণ) View note
22আল হজ্জ View note
23আল মুমিনুন (মুমিনগণ) View note
24আন্ নূর (আলো) View note
25আল ফুরকান (বিচারের মানদন্ড) View note
26আশ্ শোয়ারা (কবি) View note
27আন নামল (পিঁপড়া) View note
28আল কাসাস (কিসসাসমূহ) View note
29আল আনকাবুত View note
30আর রূম (রোম সাম্রাজ্য) View note
31লুকমান (লুকমান হাকিম) View note
32আল সিজ্দাহ View note
33আহযাব (বাহিনী সমূহ) View note
34সাবা (সাবা সাম্রাজ্য) View note
35ফাতির (সৃষ্টির সূচনাকারী) View note
36ইয়াসীন View note
37আস্ সাফফাত (সফে দাঁড়ানো) View note
38ছোয়াদ View note
39আয্ যুমার (দলে দলে) View note
40আল মুমিন/গাফির View note
41সূরা ৪১ হা মিম আস্ সাজদা/ফুসসিলাত View note
42আশ্ শূরা (পরামর্শ) View note
43সূরা আয্ যুখরুফ (স্বর্ণের সাজ সজ্জা) View note
44আদ্ দুখান (ধোঁয়া) View note
45আল জাসিয়া (নতজানু) View note
46আল আহকাফ (প্রাচীন শহর) View note
47মুহাম্মদ View note
48আল ফাত্হ (বিজয়) View note
49আল হুজুরাত (বাসগৃহসমূহ) View note
50ক্বাফ View note
51আয্ যারিয়াত (উড়ন্ত অণু বা ধূলা) View note
52আত তুর (তুর পাহাড়) View note
53আন নজম (নক্ষত্র) View note
54আল কামার (চাঁদ) View note
55আর রাহমান (পরম দয়াবান) View note
56আল ওয়াকিয়া (ঘটনা) View note
57আল হাদিদ (লোহা, ইস্পাত) View note
58আল মুজাদালা (বিতর্ক) View note
59আল হাশর (সমাবেশ) View note
60আল মুমতাহানা (পরীক্ষনীয় নারী) View note
61আস্ সফ (সারি) View note
62আল জুমা (জুমাবার) View note
63মুনাফিকুন (মুনাফিকরা) View note
64আত তাগাবুন (হারজিত) View note
65আত্ তালাক (বিবাহ বিচ্ছেদ) View note
66আত্ তাহরিম (হারাম বা নিষিদ্ধ করা) View note
67আল মুলক (সর্বময় কর্তৃত্ব) View note
68আল কলম (কলম) View note
69আল হাক্কাহ্ (অবশ্যম্ভাবী ঘটনা) View note
70আল মা‘আরিজ (উচ্চ মর্যাদা) View note
71নূহ View note
72আল জিন View note
73আল মুযযাম্মিল (বস্ত্রাচ্ছাদিত) View note
74আল মুদ্দাসসির (আচ্ছাদিত) View note
75আল কিয়ামা (কিয়ামত) View note
76আল ইনসান বা আদ্-দাহার (মানুষ বা কাল) View note
77আল মুরসালাত (প্রেরিত) View note
78আন্ নাবা (মহাসংবাদ) View note
79আন নাযিআত (যারা টেনে বের করে) View note
80আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো) View note
81আত তাকভীর (গুটিয়ে নিয়ে আলোহীন করা) View note
82আল ইনফিতার (ফেটে যাওয়া) View note
83আল মুতাফ্ফিফীন (ঠকবাজ ব্যক্তিরা) View note
84আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া) View note
85আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র) View note
86আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী) View note
87আল আ’লা (মহান) View note
88আল গাশিয়া (আচ্ছন্নকারী) View note
89আল ফজর (ভোর) View note
90আল বালাদ (নগরী) View note
91আশ শামস (সূর্য) View note
92আল লাইল (রাত) View note
93আদ দোহা (পূর্বাহ্ন) View note
94ইনশিরাহ (উন্মুক্ত করা) View note
95আত তীন View note
96আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু) View note
97আল কদর (ফায়সালা) View note
98আল বাইয়্যেনা (সুস্পষ্ট প্রমাণ) View note
99যিলযাল (ভূ-কম্পন) View note
100আল আদিয়াত (যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়) View note
101আল কারিয়া (প্রচন্ড দুর্ঘটনা) View note
102আত তাকাসুর (প্রাচুর্য লাভের প্রতিযোগিতা) View note
103আল আসর (সময়) View note
104হুমাযা (অপবাদ রটনাকারী) View note
105আল ফীল (হাতী) View note
106কুরাইশ (কুরাইশ বংশ) View note
107আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা) View note
108আল কাউসার (জান্নাতের নহর) View note
109আল কাফিরুন (কাফিররা) View note
110আন নাসর (সাহায্য) View note
111আল লাহাব (অগ্নিশিখা) View note
112আল ইখলাস (নিষ্ঠা) View note
113আল ফালাক (ভোর) View note
114আন নাস (মানবজাতি) View note